প্রতিদিনই ফিল্ডিং নিয়ে কথা হয়, কিন্তু উন্নতি হয় না
টি-টোয়েন্টির ব্যর্থতার পর ওয়ানডেতেও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হেরেছে লাল-সবুজের দল। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১৫ থেকে ২০ রান কম করেছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচ হেরেছে।
আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারলে সংগ্রহ আরও বড় হতো বলে মনে করেন তামিম। এ সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের আরও ১৫ থেকে ২০ রান করা উচিত ছিল। আমরা এক উইকেটে ২৫০ রান করেছিলাম, বাকি সময়ে খুব একটা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারিনি, তাই সংগ্রহ আরও বড় করা যায়নি।’
শুধু তাই নয়, ফিল্ডিংও ভালো হয়নি। সহজ রান দেওয়ার পাশাপাশি চারটি ক্যাচও ফেলেছিলেন ফিল্ডাররা। ১০৯ বলে অপরাজিত ১৩৫ রান করা সিকান্দার রাজা ৪৩ রানে আউট হতে পারতেন। তাইজুল ইসলাম শর্ট কভারে তাঁর সহজ ক্যাচ ফেলে দেন।
দলের ফিল্ডিং সম্পর্কে তামিম বলেন, ‘প্রতিদিনই আমরা ক্যাচ নিয়ে কথা বলি, কিন্তু কোনো ফল হয় না। টি-টোয়েন্টিতেও আমরা প্রচুর ক্যাচ ফেলেছি। এই ধরনের ভালো উইকেটে যখন আপনি চারটি ক্যাচ ড্রপ করেন তখন জেতা কঠিন হয়ে যা। অনেক ম্যাচ জিততে পারিনি।’
‘দ্বিতীয় ম্যাচে আমাদের ফিল্ডিং নিয়ে ভাবতে হবে। আমাদের বাজে ফিল্ডিং জিম্বাবুয়ের জয় সহজ করে দিয়েছে। আর হারের পরে অনেক কিছু নিয়ে আঙুল তুলতে পারেন। ক্যাচ ড্রপ এবং বাজে ফিল্ডিং দলকে ফিছিয়ে দেয়।’