‘প্রতিপক্ষ আমাকে বড় খেলোয়াড় ভাবায় সুবিধা হয়’
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। মিডল অর্ডারে বাংলাদেশের প্রাণ তিনি। সদ্য সমাপ্ত সিরিজে সেটা আবারও প্রমাণ করেছেন। তিনি যে দুই ম্যাচে রান করতে পেরেছেন, দুটিতেই জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষও যে তাঁকে বড় খেলোয়াড় ভাবে, সেটা বোঝেন মুশফিক। আর এই ব্যাপারটি তাঁকে সুবিধা দেয় বলেই জানালেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন মুশফিক। পুরস্কার নিতে এসেই জানালেন, চাপের মুখে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেন তিনি। এ ছাড়া প্রতিপক্ষ তাঁকে বড় খেলোয়াড় ভাবায় বেশ সুবিধাই হয় তাঁর।
মুশফিক বলেন, ‘আমি চাপটা সবসময়ই উপভোগ করি। যখনই চাপ বা প্রত্যাশার বিষয় চলে আসে, আমি শান্ত থাকার চেষ্টা করি। আমি জানি, প্রতিপক্ষও আমাকে বড় খেলোয়াড় হিসেবে চিন্তা করে থাকে। এটা আমাকে বেশ সুবিধা দেয়।’
মুশফিক আরও বলেন, ‘আমার মতে, ছেলেরা ভালো করেছে। তারা এই সিরিজের জন্য কঠোর পরিশ্রম করেছে। কয়েক মাস আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। তবে সৌভাগ্যক্রমে প্রথম দুই ম্যাচে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি। দুর্ভাগ্যবশত ভালোভাবে শেষ করতে পারলাম না আমরা।’
নিজের ভূমিকা নিয়ে মুশফিক বলেন, ‘১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আপনাকে নিজের দেশের জন্য অনেক অনেক অবদান রাখতে হবে। আমি প্রতি ম্যাচে তার-ই চেষ্টা করি। শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে সহজ দল নয়। তারা কখনও হাল ছেড়ে দেয় না এবং সবসময় দারুণভাবে ঘুরে দাঁড়ায়।’
গতকাল শুক্রবার বাংলাদেশকে ৯৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সর্বোচ্চ ১২০ রান করেছেন কুশল পেরেরা। জবাবে ৪২.৩ ওভারে ১৮৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছেন মাহমুদউল্লাহ।
এই ম্যাচে হারলেও সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতায় স্বপ্ন দেখেছিল প্রথমবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার। কিন্তু তা পারল না বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় দিয়ে সিরিজ শেষ করল সফরকারীরা।