প্রত্যন্ত গ্রামে আর্জেন্টিনার ১২০ ও ব্রাজিলের ২৭০ ফুট পতাকা তৈরি সমর্থকদের
কাতারে ফুটবল বিশ্বকাপের লড়াই শুরুর আর কয়েকদিন বাকি। আগামী ২০ নভেম্বর উদ্বোধনের অপেক্ষায় সারা বিশ্বের ফুটবলপ্রেমিরা। এরই মধ্যে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। সমর্থকরা বেছে নিয়েছেন ভিন্ন ভিন্ন দল বা দেশ। তবে, দেশের ফুটবলপ্রেমীদের বড় অংশ আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে সমর্থকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। উন্মাদনার এমন নিদর্শন দেখা গেল নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া নামের এক প্রত্যন্ত গ্রামে।
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে কয়েকদিন আগে প্রায় ১২০ ফুট লম্বা পতাকা টানিয়েছেন পোরশা উপজেলার মোল্লাপাড়া গ্রামের সমর্থকেরা। পাল্টা জবাব দিলেন সে এলাকার ব্রাজিল সমর্থকরা। গত শুক্রবার প্রায় ২৭০ ফুট লম্বা পতাকা টানান তারা।
বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এমন উন্মাদনা এখন এলাকাবাসীর আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এলাকার চায়ের দোকানে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা। যারা খেলার মধ্যে শুধুই আনন্দ খুঁজেন, তারা এ ঘটনায় বেশ আনন্দ উপভোগ করছেন।
মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ব্রাজিলের সমর্থক কবির হোসেন বলেন, ‘ব্রাজিলের কোনো তুলনা হয় না। আমরা পাঁচবার বিশ্বকাপ জিতেছি। ব্রাজিলকে সমর্থন করে ইতোমধ্যে এলাকায় আমরা ২৭০ ফুট লম্বা পতাকা টানিয়েছি। এবারও তারা শিরোপা জিতবে বলে আশা করছি।
একই এলাকার আর্জেন্টিনার সমর্থক ফারুক হোসেন বলেন, ‘আমরা ইতোমধ্যে এলাকায় আর্জেন্টিনার পক্ষে শোভাযাত্রা করেছি এবং ১২০ ফুট লম্বা পতাকা টানিয়েছি। এবারে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে বলে মনে করছি।’