প্রথমার্ধে গোল শূন্য ব্রাজিল-চিলি
কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও চিলি। দুদলের লড়াইয়ের প্রথমার্ধে গোল পায়নি কেউই। চিলির বিপক্ষে গোল শূন্য থেকেই বিরতিতে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত ম্যাচের প্রধামার্ধে চিলির বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। এখন পর্যন্ত আক্রমণেও খুব একটা ধারাল দেখা যায়নি নেইমারদের।
ম্যাচটির প্রথমার্ধে ব্রাজিলের চেয়ে লড়াইয়ে কোনো অংশে কম ছিল না চিলি। বরং বেশিরভাগ সময় বল দখলে রেখেছে চিলিই। আগেভাগে আক্রমণেও যায় চিলি। ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথমবার আক্রমণে ওঠে চিলি। যদিও ভার্গাসের শট প্রতিহত করেন এডারসন।
পাঁচ মিনিট পর প্রতি আক্রমণে ওঠে ব্রাজিল। সতীর্থদের বাড়ানো বল ধরে রিচার্লিসন লেফট উইং থেকে দূরপাল্লার শট নেন তিনি। কিন্তু বল সরাসরি চলে যায় চিলির গোলরক্ষকের হাতে।
২২ মিনিটের মাথায় নেইমারের ক্রস থেকে বল ধরার চেষ্টা করেন ফিরমিনো। তবে টাইমিং ঠিকঠাক না হওয়ায় আক্রমণে যেতে পারেননি ফিরমিনো। এরপর প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে গোল না আসলে শূন্য হাতেই বিরতিতে যায় ব্রাজিল-চিলি।
চলতি কোপা আমেরিকায় বি-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয় ব্রাজিল। অন্যদিকে ‘এ’ গ্রুপের চার নম্বর দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকেট পায় চিলি।
ব্রাজিল নিজেদের গ্রুপ পর্বের চার ম্যাচের ৩টিতে জয় তুলে নিয়েছে ও ১টি ম্যাচ ড্র করেছে। চিলি ৪ ম্যাচের ১টি জিতেছে, ২টি ড্র করেছে ও ১টি হেরেছে।
এ ছাড়া সব ধরণের টুর্নামেন্ট মিলিয়ে শেষ ১৬ বারের দেখায় ব্রাজিলকে কেবল একবার হারাতে পেরেছে চিলি। ১৬ দেখায় ব্রাজিল জিতেছে ১৩টি ম্যাচ, ২টি ম্যাচ ড্র হয়েছে।