বাহরাইনের বিপক্ষে ম্যাচ
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
এশিয়ান কাপের বাছাই পর্বে বাহরাইনের বিপক্ষে ম্যাচে খুব একটা লড়াই করতে পারছে না বাংলাদেশ। আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে প্রথমর্ধে দুই গোলে পিছিয়ে পড়ে লাল সবুজের দল।
ম্যাচের ৩৪ মিনিটে বাহরাইন প্রথমে এগিয়ে যায়। আলী আব্দুল হারাম কর্নার থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন।
ম্যাচের ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। কামিল আল-আসওয়াদ দলটির পক্ষে দ্বিতীয় গোল করেন।
ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইন অনেকটাই এগিয়ে আছে। তাদের অবস্থান ৮৯তম। আর বাংলাদেশ আছে ১৮৮তম স্থানে।
এর আগে বাংলাদেশ ও বাহরাইন একবার মুখোমুখি হয়েছিল। ১৯৭৯ সালে সেই লড়াইয়ে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।