প্রথমার্ধে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল পেয়েছে পর্তুগাল
দলের বড় তারকা নেই একাদশে। তবুও পিছিয়ে নেই পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া গোলও পেয়েছে তাঁরা। সাইড বেঞ্চে বসে উল্লাস করেছেন রোনালদো। তবে মাঠে খেলতে না পারার কষ্ট কিছুটা হলেও পোড়াবে এই স্ট্রাইকারকে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে রয়েছে পর্তুগাল।
মঙ্গলবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পর্তুগাল-সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোনালদোর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে। শুধু নেতৃত্বই নয়, প্রথমার্ধে গোলও করেছেন পেপে।
ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল করেন গনসালো রামোস। পর্তুগিজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্সের সহায়তায় গোলটি করেন রামোস। দ্বিতীয় গোলটি করেন রোনালদোর বদলে দলের দায়িত্ব পাওয়া ডিফেন্ডার পেপে। ৩২ মিনিটে কর্নার কিক থেকে হেডের মাধ্যমে গোলটি আদায় করেন পেপে। তাতে ২-০ গোলের লিড পায় পর্তুগাল।
৪২ মিনিটে পর্তুগাল আরও ব্যবধান বাড়ানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিল। তবে সে সময়ে সুইস গোলরক্ষক ইয়ান সোমারের কাছে পরাস্ত হয়েছিলেন গনসালো রামোস। এদিকে ম্যাচের ২৯ মিনিটে সুইজারল্যান্ডের স্ট্রাইকার জেরদান শাকিরি দুর্দান্ত এক ফ্রি কিক নিয়েছিলেন। বলটি গোলমুখী হলে গোল পেতে পারত সুইসরা।
প্রথমার্ধের ৫ মিনিটের সময়েও গোল পেতে পারত সুইজারল্যান্ড। গ্রানিট জাকার হেড থেকে বল পেয়ে স্ট্রাইকার ব্রিল এমবোলো কাজের কাজটি করতে পারেননি। ফলে গোলের দেখা পায়নি দল। তাতে প্রথমার্ধের বিরতিতে যেতে হয়েছে ২-০ গোলে পিছিয়ে থেকে।