প্রথম উইকেট হারিয়ে রানে ফিরছে ভারত
শুরুর দিকে ভারতের উইকেট তুলে নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। হাত খুলে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে দলটি।
আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের লক্ষ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলে নেমে প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছিলেন পেসার মুস্তাফিজুর রহমান।
দ্বিতীয় ওভারে দলে ফেরা পেসার তাসকিন আহমেদ দেন ৪ রান। তবে তৃতীয় ওভারে মুস্তাফিজের ওপর চড়াও হয়েছিলেন ভারতীয় দুই ওপেনার শিখর ধাওয়ান ও ঈশান কিষাণ। দুই বাউন্ডারির সহায়তায় ঈশান তুলে নিয়েছিলেন ১০ রান।
চতুর্থ ওভারে বল করতে এসে মিরাজ প্রথমেই ফাঁদে ফেলেন শিখর ধাওয়ানকে। আম্পায়ার আউট না দিলে, রিভিউ নিয়ে এলবিডব্লিউ কার্যকর করে বাংলাদেশ। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় ভারত।
বাংলাদেশি পেসার তাসকিন এবং এবাদতের বিরুদ্ধে চড়াও হন ঈশান ও কোহলি। এর মধ্যে দলে জায়গা পেয়েই ঈশান তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর বিরাটও রয়েছেন হাফ সেঞ্চুরির পথে। এই জুটিতে ভর করে ভারত বড় সংগ্রহের দিকে এগোচ্ছে।
অবশ্য এ দিন স্কোরটা অন্যরকমও হতে পারত। কয়েকটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। আর সুযোগ কাজে লাগিয়ে ইতোমধ্যে ১২৫ বল থেকে ১৫৫ রানের জুটি গড়েছেন বিরাট-ঈশান।
২৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৭০ রান। এর আগে পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ জিতলে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারবে দলটি।