‘প্রথম দুই ঘণ্টা হবে খুবই গুরুত্বপূর্ণ’
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম দুই ঘণ্টা হবে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি ব্যাটিং বা বোলিংয়ে শুরুটা ভালো হয়, পরে এগিয়ে যেতে সুবিধা হয়।
সেন্ট লুসিয়ায় সাংবাদিকদের সাকিব বলেন, ‘ম্যাচের প্রথম দুই ঘণ্টায় যদি আমরা ভালো খেলতে পারি তাহলে সাফল্য পেতে সুবিধা হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যদি বোলিং বা ব্যাটিংয়ে ভালো করতে পারি তাহলে ম্যাচের ভিত গড়া সম্ভব হবে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘উদ্বোধনী দিনে অ্যান্টিগার থেকে ভালো উইকেট থাকবে। এই ধরনের উইকেটে স্বাভাবিকভাবেই বেশি রান হয়, দ্রুত স্কোর করার সুযোগ থাকে। আমাদের ক্রিকেটারদের এই ধরণের উইকেটে খেলার অভ্যাস আছে। আমরা সবসময় কঠিন পরিস্থিতিতে উইকেটে থাকতে ব্যর্থ হই। এটি একটি সুযোগ এবং একটি চ্যালেঞ্জ এবং দেখা যাক কীভাবে আমরা এটি কাটিয়ে উঠতে পারি।’
অ্যান্টিগায় প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হারে বাংলাদেশ। এ বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে টপ অর্ডাররা চরম ব্যর্থ হচ্ছে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ পাঁচটি টেস্টের চারটিতে চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে বাংলাদেশ। এবার কেমন করে সেটাই এখন দেখার।