প্রথম দ্বিপাক্ষিক সিরিজে লড়বে পাকিস্তান-নেদারল্যান্ডস
সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান সরকারের পতনের পর পাকিস্তানে এখন নতুন সরকার বসেছে। অবশ্য দেশটির ক্রিকেট বোর্ডে এখনও কোনো পরিবর্তন হয়নি। তবে এরই মধ্যে ঘোষণা এসেছে সাবেক বিশ্বচ্যাম্পয়নরা আগামী আগস্টে নেদারল্যান্ডস সফরে যাবে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, আগামী ১৬ আগস্ট থেকে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দুই দেশ এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে লড়বে। তিনটি ম্যাচই আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
এই ম্যাচগুলো ২০২০ সালের জুলাইয়ে খেলার কথা ছিল। করোনার কারণে তখন স্থগিত করা হয়েছিল। তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২১ আগস্ট।
সিরিজ খেলার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক জাকির খান বলেন, ‘আমরা খুশি যে নেদারল্যান্ডসে ক্রিকেট খেলতে যাচ্ছি। সিরিজটি পুনঃনির্ধারণ হয়েছে। যা নেদারল্যান্ডস ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি দুটি দলের সরাসরি ২০২৩ সালের বিশ্বকাপে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।’
পিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের জাতীয় ক্রিকেট দল একটি চমৎকার মৌসুম কাটিয়েছে গত বছর। আমি আত্মবিশ্বাসী যে তারা প্রবাসী পাকিস্তানি এবং ডাচ দর্শকদের ভালো ক্রিকেট উপহার দেবে। সিরিজটি তরুণ দর্শকদের খেলার দিকে আকৃষ্ট করতেও সাহায্য করবে।’
দুই দল এর আগে তিনটি ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল। ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপের পাশাপাশি ২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল তারা। তিন ম্যাচই পাকিস্তান জিতেছিল।
বিশ্বকাপ সুপার লিগে পাকিস্তান ১২ ম্যাচে ছয় জয় এবং ছয় হারে ৬০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। নেদারল্যান্ডস ১০ ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচ জিতে ২৫ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে। শীর্ষ আছে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২ জয় এবং ছয় হারে ১২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে লাল-সবুজের দল।