প্রথম বল থেকে চার-ছক্কা মারতে চান মাহমুদউল্লাহ
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ছন্দে ছিলেন না মাহমুদউল্লাহ। তিন ম্যাচে তাঁর রান সংখ্যা যথাক্রমে ৮, ৬ ও ২৯। ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। সিরিজের শেষ ওয়ানডেতেও দলের প্রয়োজনে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন। শেষ দিকে মাহমুদউল্লাহ ৫৪.৭১ স্ট্রাইক রেটে ৫৩ বলে করেছেন মোটে ২৯ রান।
ওয়ানডেতে এত মন্থর ব্যাটিং প্রদশর্নী দেখানো মাহমুদউল্লাহ হলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বেই আগামীকাল বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগের দিন সংবাদমাধ্যমে প্রশ্ন ওঠে অধিনায়কের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। তখন সোজাসাপ্টা অধিনায়ক বললেন, ‘ইনশাআল্লাহ কাল প্রথম বল থেকেই মারব। চার মারার চেষ্টা করব, ছয় মারার চেষ্টা করব।’
মাহমুদউল্লাহ আরো বলেন, 'আমার অবস্থান নিয়ে নিজের কোনো সংশয় নেই। আমি ঠিক ট্র্যাকে আছি। সম্ভবত আমার কিছু রানের প্রয়োজন। তাহলে আমি সঠিক পথে ফিরে আসব। আমার থেকে দলের প্রত্যাশা বেশি। ওয়ানডে সিরিজে সেভাবে রান করতে পারিনি। সামনে ভালো কিছু করার সুযোগ আছে। আমি চেষ্টা করব সেই প্রত্যাশা পূর্ণ করার। আমি ওতটা চিন্তিত নই। আমি হৃদয় দিয়ে দলের জন্য অবদান রাখার চেষ্টা করছি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল লাল-সবুজের দলে। ব্যাটে-বলে কোনো বিভাগেই শেষ ম্যাচে পাত্তা পায়নি। শেষ ওয়ানডেতে হারের ক্ষত নিয়েই এবার টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল বিকেল ৩টায়। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৫ মার্চ।