প্রথম ম্যাচেই হোঁচট খেল মোহামেডান
প্রতিপক্ষ দলটি শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শক্তির বিচারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ে অনেকটাই পিছিয়ে। অথচ তাদেরই কাছে কি না নিজেদের প্রথম ম্যাচে হেরে গেল সাকিব-মুশফিকের দল।
আজ বুধবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ৪১ রানে হেরে গেছে শাইনপুকুরের কাছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শাইনপুকুর প্রথমে ব্যাট করে ২৫০ রান করে। জবাবে মোহামেডানের ইনিংস থামে ২০৯ রানে।
পাকিস্তানের মোহাম্মদ হাফিজ প্রথম ম্যাচ খেলতে নেমে দলকে সাফল্য এনে দিতে পারেননি। তিনি ৪ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। মোহামেডানের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ পারভেজ হোসেন ইমনের। তিনি ৮৮ বলে ৫৪ রান করেন।
শেষ দিকে সোহরাওয়ার্দী শুভ ৫২ বলে ৫১ এবং ইয়াসিন আরাফাত ৪২ বলে ৩৮ রান করেও দলের হার এড়াতে পারেননি। আলাউদ্দিন বাবু, সিকান্দার রাজা ও আনিসুল ইসলাম দুটি করে উইকেট নেন।
এর আগে শাইনপুকুরের হয়ে ৫৯ বলে ৭০ রান করেন সাজ্জাদুল হক। আলাউদ্দিন বাবু মাত্র ১৯ বল খেলে করেছেন ৪৬ রান।
ব্যাটিংয়ে ৪৬ রানের পর ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হন আলাউদ্দিন।
মোহামেডান এবার ভালো দল গঠন করলেও মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহসহ ছয়জন দক্ষিণ আফ্রিকা সফরের দলে। সৌম্য সরকার, শুভগত হোম, পাকিস্তান থেকে উড়িয়ে নিয়ে আনা মোহাম্মদ হাফিজরা পারেননি নিজেদের মেলে ধরতে। তাই প্রথম ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মোহামেডানকে।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর : ২৫০/৭ (ওভার ৫০), (সাজ্জাদুল ৭০, আলাউদ্দিন ৪৬* সৌম্য ৩/৫২)।
মোহামেডান : ২০৯ (ওভার ৪৮.৩), (ইমন ৫৪, শুভ ৫১ আনিসুল ২/১৪)।
ফল : শাইনপুকুর ৪১ রানে জয়ী।