‘প্রথম সেশনই আমাদেরকে শেষ করে দিয়েছে’
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যখন মাত্র ৪৫ রানে ছয় উইকেট ফেলে তখন সেখান থেকে বেরোনোটা কঠিন। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ইনিংসের প্রথম সেশনে ব্যাটিং ধসের পর বোলাররা দারুণ করার পরও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ফলাফল সাত উইকেটের পরাজয়।
আজ রোববার টেস্টের চতুর্থ দিন ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় বাংলাদেশ। হারের জন্য নিজেদের ইনিংসের প্রথম সেশনকেই দুষছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমরা কোনো অজুহাত দিচ্ছি না। এটা মেনে নিতেই হবে। আমাদের প্রয়োজন ছিল ভালো ব্যাট করা। উইকেট কঠিন ছিল বটে। তবে আমরা যদি আরও বেশি নিবেদন দেখাতাম, ৬ উইকেট না হারিয়ে ২টি হারিয়ে লাঞ্চে যেতাম, তাহলে আদর্শ হতো। ওই সেশনের পর থেকে উইকেট গত তিন দিন ধরেই ছিল ভালো। ওই এক সেশনই আমাদের খেলা শেষ করে দিয়েছে। আমরা ম্যাচে সবসময় পেছনে পড়ে থেকেছি।’
ব্যাটিং খারাপ করার প্রভাব বোলারদের ওপর পড়ছে বলেও মনে করেন সাকিব। কারণ ব্যাটিং ব্যর্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২৬৫ রানে থামিয়েও কোনো লাভ হয়নি না বোলারদের।
অধিনায়ক বলেন, ‘আমাদের ব্যাটিং ধসের কারণে বোলাররা সহায়তা পাচ্ছেন না। আমাদের বেশি ব্যাটিং ধস হচ্ছে। এটা বোলারদের জন্য সহায়ক না। সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে।’
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে পরাজয় থেকে মাত্র ৩৫ রান দূরে থেকে আজ রোববার দিন শুরু করে বাংলাদেশ। এই রান তাড়া করতে স্রেফ ২৮ মিনিট সময় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন উইকেটে থিতু হয়ে যাওয়া ক্যাম্ববেল ও বনার মিলে দিনের প্রথম ঘণ্টাতেই বাংলাদেশকে হারিয়ে দেন। ক্যাম্ববেল করেন ৫৮ রান আর ব্ল্যাকউড করেন ২৬ রান।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ২৪ জুন। দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে।