প্রয়োজনে মুস্তাফিজকে টেস্ট খেলতে হবে : পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দলের প্রয়োজনে মুস্তাফিজুর রহমানকে টেস্ট ক্রিকেট খেলতে হবে। মুস্তাফিজ সম্প্রতি জোর দিয়েছিলেন যে তিনি টেস্ট ক্রিকেটে ফিরতে প্রস্তুত নন, ক্যারিয়ার দীর্ঘ করতে ফরম্যাট বাছাই করা এবং বেছে নেওয়া তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
বাঁহাতি পেসারকে নিয়ে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ প্রতিবেদন প্রকাশ করার পর বিসিবি কর্মকর্তারা টেস্ট ক্রিকেট নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন। তখন অবশ্য মুস্তাফিজ বলেছেন যে, তিনি বিসিবি সভাপতির কাছে তাঁর অবস্থান সম্পর্কে জানাবেন।
আজ শনিবার রাজধানীর এক হোটেলে সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা খেলোয়াড়দের একটি ফরম্যাট পাঠিয়েছি, যাতে বলা হয় কে কোন ফরম্যাটে খেলতে চায়। কেউ তিন ফরম্যাটে খেলতে চায় বা টেস্ট বলতে চায় বা দুই ফরম্যাট বলতে চায়, আমরা তাদের অন্তর্ভুক্ত করেছি। মুস্তাফিজ টেস্টে তার নাম লেখেনি এবং সে বলেননি যে টেস্ট খেলতে চায়।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘তিনি (মুস্তাফিজ) কি বলেছেন, তা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমাদের প্রয়োজন হলে তাকে টেস্ট খেলতে হবে। প্রয়োজন হলে অবশ্যই আমরা তাকে শ্রীলঙ্কা সিরিজের জন্য ডাকতে পারি। দেখুন তাসকিন, শরিফুল এবং ইবাদত— এই তিনজন টেস্টের জন্য আছে। আমরা জানি না যে ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফরা তাকে খেলবেন কি না, তবে যখন তার প্রয়োজন হবে অবশ্যই তাকে খেলতে হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই।’
২০১৫ সালে মুস্তাফিজের টেস্ট অভিষেক হওয়ার পর থেকে, এই সময়ের মধ্যে বাংলাদেশ ৩৯টি টেস্ট খেলেছে, তার মধ্যে মাত্র ১৪টিতে মুস্তাফিজকে দেখা গেছে। বাঁহাতি পেস বোলার সাত টেস্ট মিস করেন। কারণ বিসিবি তাঁকে টেস্ট চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাওয়া যায়নি।
নাজমুল হাসান টেস্ট ক্রিকেটারদের সঙ্গে বসবেন জানিয়ে বলেন, ‘আজ (শনিবার) আমি টেস্ট দলের সঙ্গে বসতে চেয়েছিলাম, কিন্তু তারা দেরিতে এসেছে। তবে আমরা অবশ্যই এক-দুদিনের মধ্যে জানতে পারব কী ঘটছে। কোনো সমস্যা থাকলে আমাদের তা সমাধান করতে হবে।’