প্রস্তুতি ম্যাচে ঝড় তুললেন সাকিব
নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ব্যাটে হাতে এখনো আগের রূপে ধরা দিতে পারেননি সাকিব আল হাসান। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট—কোনোটাতেই হাসেনি সাকিবের ব্যাট। তবে এবার জিম্বাবুয়ে সফরে সিরিজ শুরুর আগে আশা দেখাচ্ছে তাঁর ব্যাট। মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে ৫৬ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন বিশ্বসেরা অলরাউন্ডার। ১৪ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংসটি।
হারারেতে শনিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ২ উইকেটে ৩১৩ রান করে বাংলাদেশ। সাকিব ছাড়াও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার সাইফ হাসান। হাফসেঞ্চুরি করেছেন তিনি। তিনে নামা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকেও এসেছে হাফসেঞ্চুরি। রান পেয়েছেন লিটন দাস, মাহমুদউল্লাহরাও।
বাংলাদেশের মাত্র দুজন ব্যাটসম্যান আউট হয়েছেন। তাঁরা হলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। সাকিব, সাইফ, শান্তরা স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে অন্যদের সুযোগ দিয়েছেন।
১০৮ বলে ৬৫ রান করে ব্যাটিং ছাড়েন সাইফ। ১০৭ বলে ৫২ রান করে ছাড়েন শান্ত। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও ২টি ছক্কা। মুমিনুল হক করেন ২৯ রান। লিটন ৮২ বলে ৩৭ করেন। ৭১ বলে ৪০ রান করেন মাহমুদউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩১৩/২ (সাদমান ০, সাইফ ৬৫ (স্বেচ্ছাবসর), শান্ত ৫২ (স্বেচ্ছাবসর), মুমিনুল ২৯, সাকিব ৭৪ (স্বেচ্ছাবসর), লিটন ৩৭ (স্বেচ্ছাবসর), মাহমুদউল্লাহ ৪০*, মিরাজ ৫*; শুমা ১৪-৮-১৩-০, চিভাঙ্গা ১৪-৬-২৯-০, জঙ্গুয়ে ১১-৫-২৩-১, মায়ার্স ৭-০-৩৮-০, মুফুডজা ১৮-৩-৭৭-০, কাইয়া ৬-০-৩২-০, চিপুঙ্গু ৮-১-৩৪-১, মাধেভেরে ৫-০-৩৭-০, শুম্বা ৭-১-২২-০)।