প্রস্তুতি ম্যাচে ব্যর্থ সাকিব, উজ্জ্বল সৌম্য-আফিফরা
শ্রীলঙ্কার বিপক্ষে মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। দীর্ঘদিন পর জাতীয় দলে যোগ দেওয়া সাকিব প্রস্তুতি ম্যাচে করেছেন মাত্র ২৮ রান। তবে সাকিব ব্যর্থ হলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও মাহমুদউল্লাহরা।
আজ বৃহস্পতিবার বিকেএসপিতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছেন সাকিব-তামিমরা। বিকেএসপির ৪ নম্বর মাঠে ম্যাচটি শুরু হয়েছে সকাল পৌনে ১০টায়। ম্যাচটিতে সবুজ দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। উইকেটে গিয়ে ভালো কিছুর আভাস দিয়েছেন তিনি। কিন্তু লাল দলের বিপক্ষে বেশি লম্বা হলো না সাকিবের ইনিংস। ২০ বলে ২৮ করে শেখ মেহেদীর বলে বোল্ড হয়ে যান তিনি।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভার নির্ধারিত ম্যাচে ৩ উইকেটে ২৮৪ রান করেছে সবুজ দল। দলের হয়ে ৫৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন আফিফ। ৫৪ বলে ৬২ করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। ৭০ বলে অপরাজিত ছিলেন ৬০ রান করে সৌম্য সরকার। এ ছাড়া ৪৩ বলে ৩৮ রান করে স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন তরুণ ওপেনার মোহাম্মদ নাঈমও।
আজকের ম্যাচের পরেই আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি সবুজ দল : ৪৫ ওভারে ২৮৪/৩ (নাঈম ৩৮* অবসর, সৌম্য ৬০*, সাকিব ২৮ মিঠুন ৩, মাহমুদউল্লাহ ৬২* অবসর, আফিফ ৬৪ অবসর, মিরাজ ১৭, বিপ্লব ৩*; মোস্তাফিজ ০/৪৮, সাইফুদ্দিন ০/৬৫, শেখ মেহেদী ২/৪০, শরিফুল ১/৪৫, মোসাদ্দেক ০/৩৮, নাসুম ০/৪৪) ।