প্রিমিয়ার লিগে সাকিবকে চায় মোহামেডান
সাকিব আল হাসানকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই জটিলতায় পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
এই সিদ্ধান্তে আগামী ১৫ মার্চ শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মিস করবেন সাকিব। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) অবশ্য এখন লিগের সূচি প্রকাশ করেনি। তবে ৩০ এপ্রিলের আগেই তা শেষ হয়ে যেতে পারে।
সাকিব খেলতে পারবে না বলে হতাশ মোহামেডান। তবে অন্তত সুপার লিগ পর্বে সাকিবকে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে ক্লাবটি।
মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, সাকিবকে অন্তত সুপার লিগ পর্বে খেলার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে তারা বিসিবিকে চিঠি দেবে। তার আগে সাকিবের সঙ্গে আলোচনায় বসবে ক্লাবটির কর্মকর্তারা, লিগে খেলার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত কি না।
আজ বৃহস্পতিবার সংবাদিকদের মাসুদুজ্জামান বলেন, ‘আমরা আগে সাকিবের সঙ্গে বসব। লিগে খেলার জন্য সে মানসিক ও শারীরিকভাবে ফিট কি না। সে রাজি থাকলে আমরা তাঁকে অন্তত সুপার লিগ পর্বে খেলাতে চাই।’ আজ রাতেই সাকিব দেশে ফিরছেন।
এদিকে গত রোববার দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চান না তিনি।
সাকিব আল হাসান বলেছিলেন, ‘সদ্যসমাপ্ত আফগানিস্তান সিরিজ আমার কাছে হতাশাজনক। আমার যে চাওয়া ছিল, সে অনুযায়ী ভালো পারফর্ম করতে পারিনি। আর দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক এবং শারীরিক যে অবস্থানে আছি, আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা খুব একটা সম্ভব নয়। যদি একটা বিরতি পাই, আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। আমার জন্য ভালো হয়।’
বাংলাদেশি তারকা আরো বলেন, ‘আমি আফগানিস্তান সিরিজ এনজয় করতে পারিনি। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমার কাছে মনে হয়েছে, সিরিজে আমি শুধুই ‘প্যাসেঞ্জার’ ছিলাম। এই অবস্থায় আমি একদমই থাকতে চাই না। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে না আমার জন্য।’
এরই মধ্যে বিসিবিকে নিজের ভাবনার কথা জানিয়েছেন সাকিব। বোর্ড থেকে তাঁকে আরো দু’একদিন ভাবতে বলেছে।
এ ব্যাপারে তারকা এই অলরাউন্ডার বলেন, ‘এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলাটা ঠিক হবে না। আমি জালাল ভাইয়ের (বিসিবি পরিচালক) সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন দুদিন চিন্তা করবেন। আমাকেও সময় দিয়েছেন। এরপর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে মনে করি।’