প্রিমিয়ার লিগে সেঞ্চুরিতে শুরু অমিতের
প্রথম শ্রেণির দুই টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে দারুণ করেছেন অমিত হাসান। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটের নতুন মৌসুমের শুরুটাও করলেন দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ম্যাচেই সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা অমিত।
আজ বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেন অমিত। মোট ১৩৬ বলে ১২ চারে ১০৭ রানের ইনিংস খেলেন উপহার দেন তরুণ এই ক্রিকেটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে অমিতের প্রথম সেঞ্চুরিতে ৭ উইকেটে ২২১ রান করে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নামে খেলাঘর। ইনিংসের শুরুতেই ওপেনার পিনাক ঘোষ ৪ রানে ফিরলে উইকেটে আসেন অমিত। সেখান থেকে খেলেন শেষ পর্যন্ত। উইকেটে থিতু হয়ে ১৩৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৭ রানে। লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে আগের ৮ ম্যাচে মোট ১২২ রান ছিল অমিতের। আজ পেলেন নিজের প্রথম সেঞ্চুরি।
অমিত ছাড়া খেলাঘরের বাকিরা তেমন ভালো করতে পারেননি। ভারতীয় ব্যাটসম্যান আশোক মানেরিয়া করেন ৩২ রান। ৩০ রান আসে মাসুম খান টুটুলের ব্যাট থেকে। বাকিরা ব্যর্থ হন।
শেখ জামালের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাইফ হাসান। এ ছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ২ উইকেট।