পয়েন্ট টেবিল নিয়ে ভাবছে না বাংলাদেশ
জিম্বাবুয়ে যেখানে সেমিফাইনালের স্বপ্ন দেখছে, বাংলাদেশের সেখানে বাঁচা-মরার লড়াই। আগামীকাল রোববার সকাল ৯টায় ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের।
অঘটনে জয় হাতছাড়া হলে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন মূলপর্বেই থেমে যেতে পারে। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে ক্রেগ আরভাইনের দল।
আগে থেকেই এত চিন্তা না করে ম্যাচের দিকে মনোযোগ দিতে চান সাকিবদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। শ্রীরাম বলেছেন, ‘আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে বাড়তি চাপ নিতে চাই না। জিম্বাবুয়ে দারুণ খেলেছে। তবে এতকিছু ভেবে উদ্বেগ বাড়ানোর কিছু নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে আমরা অনেক কিছু শিখেছি। ব্রিসবেনের উইকেটে আমরা বড় রান দেখতে পাচ্ছি। হতে পারে সেটা ১৬০/১৭০ বা আরও বেশি।’
এর আগে শ্রীরাম আরও বলেছেন, ‘গত ম্যাচে রুশো যে অসাধারণ ইনিংস খেলেছে সেখানেই আমরা হেরে গিয়েছি। কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। সামনে তাকাতে হবে। জিম্বাবুয়ে নিয়ে পরিকল্পনা করা আছে, তবে তারা যেভাবে খেলছে তা প্রশংসনীয়। আমাদের ছেলেরা জিম্বাবুয়েকে খুব ভালো করে চেনে।’
এদিকে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে অসাধারণ জয়ে দল এখন আত্মবিশ্বাসী। বাংলাদেশ ম্যাচেও আমরা মোমেন্টাম ধরে রাখতে চাই। জয় পেলে সেমিফাইনালের দিকে আমরা এগিয়ে থাকব।’
সাত বছর আগে ব্রিসবেনে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে আবহাওয়া সংবাদে জানা গেছে।
বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’ তে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ২ পয়েন্টসহ সাকিবদের রানরেট (-২.৩৭৫)। জিম্বাবুয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে তালিকার তিনে আছে। তাদের রানরেট ০.০৫০।