পয়েন্ট পেয়ে সন্তুষ্ট আর্জেন্টাইন কোচ
পুরো ম্যাচে আধিপত্য রেখেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না আর্জেন্টিনা। প্যারাগুয়ের মাঠ থেকে পয়েন্ট হারিয়ে ফিরতে হলো দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অবশ্য ড্র করে এক পয়েন্ট পেয়েও সন্তুষ্ট আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় শুক্রবার হওয়া ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। কাতার বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে চতুর্থ ম্যাচে পয়েন্ট হারাল আর্জেন্টিনা। আর ষষ্ঠ ড্র করল প্যারাগুয়ে।
এদিন পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৪টি শট নেয় আর্জেন্টিনা। যার আটটি ছিল অনটার্গেট শট। অন্যদিকে, প্যারাগুয়ের ১০ শটের তিনটি ছিল অনটার্গেট। কিন্তু, দুদলের কেউই লক্ষ্যে বল ফেলতে পারেনি। তাই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে।
ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘প্রথমার্ধের প্রায় পুরোটাই আমাদের ছিল, দ্বিতীয়ার্ধ হয়ত কিছুটা সমানে সমান। তবে আমরাই ম্যাচে এগিয়ে ছিলাম ও আধিপত্য করেছি। বাছাই পর্বের খেলাগুলো কঠিন এবং ছেলেরা বুঝতে পারছে যে, প্যারাগুয়ে ও বিভিন্ন জায়গায় খেলা কতটা কষ্টসাধ্য। (পয়েন্ট পাওয়ার) অনুভূতি ভালো আর এটা আমাদের শান্ত রাখছে। আমাদের গোল করা প্রয়োজন ছিল, বিশেষ করে এমন ম্যাচে যেখানে আমরা অনেক পরিষ্কার সুযোগ তৈরি করেছি।’
কোচ আরো বলেন, ‘আমার মনে হয়, ভালো কিছু মুহূর্ত ছিল আমাদের। সম্ভবত খেলার নিয়ন্ত্রণ নিতে কিছুটা ভুগেছি। এমন কিছু সময় ছিল, যখন প্যারাগুয়ে আক্রমণ করে, যেগুলা ছিল ভয়ঙ্কর।’
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৯ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা।
আরেক ম্যাচে উরুগুয়ের মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে কলম্বিয়া। ১০ ম্যাচে উরুগুয়ের পয়েন্ট ১৬ ও কলম্বিয়ার পয়েন্ট ১৪। তাদের সমান ১০ ম্যাচ খেলা প্যারাগুয়ের পয়েন্ট ১২।
অন্যদিকে, ৯ ম্যাচে টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ব্রাজিল। সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করার আরও কাছে পৌঁছে গেছে তারা। ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে ভেনেজুয়েলা।