ফলোঅনের শঙ্কা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ
নতুন বল পেয়ে বাংলাদেশকে কাঁপুনি দিয়ে ছাড়লেন মোহাম্মদ সিরাজ। আর ঘূর্ণি জাদুতে কাবু করেছেন কুলদীপ যাদব। সিরাজ-কুলদীপ মিলে যা করলেন তাতে সাকিবদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে খানখান হয়ে গেছে। দ্বিতীয় দিন শেষ হলেও ফলোঅনের শঙ্কা সঙ্গী হয়েছে। ভারতের ৪০৪ রানের জবাবে ব্যাটে নেমে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৪ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন পার করল ভারত-বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ সব উইকেট হারিয়ে ৪০৪ রান। আর বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৩ রান। ভারতের ব্যাটিং ইনিংস আরও আগে শেষ হতে পারত। তবে ৮ম উইকেটে অশ্বিন-কুলদীপ জুটিতে ভর করে ৪০৪ রান তোলে লোকেশ রাহুলের দল। জবাবে ব্যাটে নেমে চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত উইকেট হারিয়ে ধুকতে থাকে সাকিবের দল। তাতে দেখা দিয়েছে ফলোঅনের শঙ্কা।
এদিন রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন শান্ত, ৪ রান করে বোল্ড হয়েছিলেন ইয়াসির। লিটনকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েছিলেন জাকির। তবে দলীয় মাত্র ৩৯ রানে লিটন দাস আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। আর ৫৬ রানে অভিষিক্ত জাকির আউট হয়েছেন ব্যক্তিগত ২০ রান করে। থিতু হতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসানও। ফিরেছেন মাত্র ৩ রান করে।
সাকিবের পরে সোহান-মুশফিক মিলে উইকেটে দাঁড়নোর চেষ্টা করেছিলেন। সোহানকে ফিরিয়ে আসা-যাওয়ার মিছিল আবার সচল করেন কুলদীপ যাদব। মুশফিকেও ফিরিয়েছেন তিনি। ফিরিয়েছেন তাইজুলকেও। শেষদিকে মিরাজ-ইবাদত মিলে সামাল দেন দলকে ধ্বসের হাত থেকে। তবে যাওয়ার সময় সঙ্গী হয়েছে ফলোঅনের শঙ্কা।
ব্যাটে নেমে মোহাম্মদ সিরাজের প্রথম বলেই ব্যর্থ হয়েছিলেন শান্ত। উইকেটরক্ষক রিশাব পন্থের হাতে যাওয়ার আগে ব্যাট ছুঁয়ে গিয়েছিল বল। তাতে শূন্য রানেই ধাক্কা খেতে হয়েছিল বাংলাদেশকে। পরে বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসির আলিও। দলীয় ৫ রানে উমেশ যাদবের বলে পরিষ্কার বোল্ড হয়ে ফিরেছেন ইয়াসির। তিনি ১৭ বলে করেছিলেন মাত্র ৪ রান।
এরপরে লিটন-জাকির মিলে করেছিলেন ৫৯ বলে ৩৪ রানের জুটি। ১৩.২ ওভারে সিরাজ বোল্ড করেন লিটন দাসকে। ৩০ বলে ২৪ রান করেছিলেন লিটন। ৪৫ বলে ২০ রান করা জাকিরও পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন সিরাজের বলে। ব্যর্থতার দিনে বেশি সময় উইকেটে থাকতে পারেননি দলীয় অধিনায়ক সাকিব আল হাসানও। কুলদীপের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি।
সোহান, মুশফিক ও তাইজুলও পরাস্থ হয়েছেন কুলদীপের বলে। তাতে দ্বিতীয় দিনেই ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পথে যায় বাংলাদেশ। সেখান থেকে কোনোমতে দিন শেষ করেছেন মেহেদী হাসান মিরাজ এবং ইবাদত হোসেন। দুজনে গড়েছেন অপরাজিত ৩১ রানের জুটি।
চট্টগ্রাম টেস্টে দুদিন শেষে সংক্ষিপ্ত স্কোর :
প্রথম ইনিংসে ভারত : ১৩৩.৫ ওভারে ৪০৪/১০ (লোকেশ ২২, শুবমান গিল ২০, চেতেশ্বর পুজারা ৯০, বিরাট ১, পান্ত ৪৬, অক্ষর ১৪, শ্রেয়াস আইয়ার ৮৬, অশ্বিন ৫৮, কুলদীপ ৪০; মিরাজ ৩১.৫-৬-১১২-৪, তাইজুল ৪৬-১০-১৩৩-৪, ইবাদত ২১-২-৭০-১, খালেদ ২০-৩-৪৩-১, সাকিব ১২-৪-২৬-০, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০)।
প্রথম ইনিংসে বাংলাদেশ : ৪৪ ওভারে ১৩৩/৮ (শান্ত ০, জাকির ২০, ইয়াসির ৪, মুশফিক ২৮, সাকিব ৩, লিটন ২৪, সোহান ১৬, তাইজুল ০, মিরাজ ১৬*, ইবাদত ১৩*; কুলদীপ ১০-৩-৩৩-৪, সিরাজ ৯-১-১৪-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, অক্ষর ৭-৩-১০-০)।