ফাইনালের আগে পেটের পীড়ায় ভুগছেন সাকিব
দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর। রবিন লিগ ও প্লে-অফ শেষে এবার অপেক্ষা শুধু ফাইনালের। বিপিএলের শিরোপার লড়াইয়ে আগামীকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
কিন্তু মেগা ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল ফরচুন বরিশাল। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পেটের পীড়ায় ভুগছেন দলটির অধিনায়ক সাকিব আল হাসান। খবরটি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার।
পেটের সমস্যার কারণে ফাইনালের আগে সাকিবকে নিয়ে দুশ্চিন্তা বরিশালের। আজ দলের সঙ্গে অনুশীলনেও আসেননি অধিনায়ক। শেরেবাংলায় ট্রফির সঙ্গে দুই অধিনায়কের ফটোসেশনের সময়ও সাকিবের জায়গায় উপস্থিত ছিলেন সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল বিকেল সাড়ে ৫টায়। টুর্নামেন্ট শুরুর আগে ফাইনালের সময় দেওয়া হয়েছিল সাড়ে ৬টায়। তবে, সেটা এক ঘণ্টা এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিশ্চিতভাবে এবারের বিপিএলের সবচেয়ে তারকাবহুল দুটি দল হলো কুমিল্লা ও বরিশাল। মূলত ভালো মানের বিদেশি ক্রিকেটার এনে টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়েছে এ দুদলই। সেইসঙ্গে দেশীয়দের কম্বিনেশনেও সেরা ছিল এ দুটি দল। সে হিসেবে টুর্নামেন্টের সেরা দুটি দলই উঠেছে শিরোপা মঞ্চে।
ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মুজিবুর রহমান, মঈন আলী, ফাফ ডু প্লেসি, সুনিল নারিনদের মতো ক্রিকেটারেরা বিশ্ব টি-টোয়েন্টি লিগ মাতিয়ে বেড়ান। এ খেলোয়াড়েরাই এবার কুমিল্লা ও বরিশালের হয়ে মাতাবেন ফাইনাল ম্যাচ।
টি-টোয়েন্টি ক্রিকেট মাতিয়ে বেড়ানো ক্রিকেটারদের চার-ছক্কার বৃষ্টি দেখতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা। টিভি পর্দার পাশাপাশি ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।