ফাইনালের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে
গত মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের সময়কার স্তাদে দি ফ্রান্সের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। ফরাসি সিনেটের একটি কমিশন এই ঘটনা তদন্ত করছে।
ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফরাসি আইনে আছে বিচারিক কার্যক্রমে দরকার না হলে ভিডিও ফুটেজ সাত দিনের মধ্যে মুছে ফেলতে হবে। তাই সব ভিডিও ফুটেজ মুছে ফেলা হয়েছে।
সিনেট কমিশনের সহ-সভাপতি লরেন্ট লাফন এএফপিকে বলেন, খেলার পরের দিন একটি তদন্ত কমিটি করা হয়েছিল।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা বিস্মিত। ফুটেজ চাওয়ার জন্য হাতে অনেক সময় ছিল। কী ঘটেছিল সেটা আমাদের বোঝা দরকার।’
তিনি বলেছিলেন, স্টেডিয়ামে প্রস্তুতির অভাব ও ‘অব্যবস্থাপনা’ ছিল।
লিভারপুলের মেয়র স্টিভ রথারম বলেন, ‘ভিডিওগুলো কেন ধ্বংস করা হয়েছে, তা বুঝতে পারছেন না।’
আর সিনেট নেতা ব্রুনো রেঁতেলিয়াউ বলেন, ‘বুঝেশুনেই প্রমাণাদি নষ্ট করা হয়েছে, সবকিছু এ দিকেই ইঙ্গিত করে।’
ফরাসি পুলিশ অবশ্য পরে বলেছে, ২৮ মে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের মধ্যে খেলার দিনে স্টেডিয়ামের ভিডিও ফুটেজ এখনও রয়েছে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, ‘ সেই ম্যাচের টিকেট জালিয়াতি হয়েছে এবং ৩০-৪০ হাজার লোক জাল টিকেট বা টিকেট ছাড়াই খেলার আগে উপস্থিত হয়।’
অবশ্য প্রত্যক্ষদর্শী এবং মিডিয়া ছবি ব্যবহার করায় সেই পরিসংখ্যানটি ব্যাপকভাবে বিতর্কিত হয়।