ফাইনালে চোখ শাহিন আফ্রিদির
প্রথম দুই ম্যাচে হার। ভারতের পর জিম্বাবুয়ের কাছে যখন হেরে যায় পাকিস্তান, চারিদিকে গেল গেল রব ওঠে। পাকিস্তানের সাবেক তারকারা রীতিমতো ধুয়ে দেয় দলটিকে। কিন্তু সুপার টুয়েলভ শেষে দেখা গেল এই দলটিই সেমিফাইনালে।
বাঁচা মরার লড়াইয়ে অ্যাডিলেড ওভালে আজ বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বল হাতে আগুন ঝরিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। পান ম্যাচসেরার পুরস্কার। পুরস্কার নিতে এসে বলেন, ‘দল আমার কাছে প্রত্যাশা করে ভালো বোলিং। দলকে সেটি দেব আমি।’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও বললেন একই কথা, ‘আমার কাছে দলের চাওয়াটা পরিষ্কার। নিজের সেরাটা দিতে হবে। ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বল করা আসলেই কঠিন। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি। দল হিসেবেও আমরা দারুণ খেলছি।’
প্রথম দুই ম্যাচ হারের পরে চোখ রাঙাচ্ছিল সুপার টুয়েলভ থেকে বিদায়ের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। আফ্রিদি বললেন, ‘আমরা পুরো আসরেই যথেষ্ট দারুণ খেলছি। ভারত ও জিম্বাবুয়ের কাছে শেষ বলে হেরেছি। এখন আমাদের লক্ষ্য ফাইনালে যাওয়া।’
সুযোগ যাবে, সুযোগ আসবে। সময় বুঝে তা কাজে লাগানোটা বুদ্ধিমানের কাজ। পাকিস্তানও সেটিই করলো। সাধে তো আর তাদেরকে ক্রিকেটের সবচেয়ে 'আনপ্রেডিক্টেবল' দল বলা হয় না। কখন কী ঘটিয়ে ফেলে আগে থেকে বলা মুশকিল।