ফাইনালে পাকিস্তান-ইংল্যান্ডের অপরিবর্তিত একাদশ
বৃষ্টির পূর্বাভাসকে দূরে ঠেলে মাঠে গড়িয়েছে টস। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শেষ হবে আজকের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। দিনটিকে নিজেদের জন্য স্মরণীয় করে রাখতে চাইবেন দু’দলই। তবে শেষ হাসি ফুটবে কেবল এক দলের। সেই খুশির যোগান দিতে মাঠে নেমেছে পাকিস্তান-ইংল্যান্ড তাঁদের অপরিবর্তিত একাদশ নিয়ে।
আজ রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জস বাটলার। ইংলিশ দলে অনুমিতভাবে মার্ক উড এবং ডেভিড মালান নেই। চোটের কারণে সেমিতেও তাঁরা মাঠে নামতে পারেনি। অন্যদিকে কিউইদের হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন বাবর আজম। তাঁর দলেও নেই কোনো পরিবর্তন।
ফাইনাল ম্যাচে একাদশে যারা আছেন:
পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
ইংল্যান্ড : জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্দান ও আদিল রশিদ।