ফাইনালে যাওয়ার লড়াইয়ে ছুটছে ইংল্যান্ড
বিশ্বকাপের ফাইনালে যেতে ইংল্যান্ডের চাই ১৬৯ রান। সে রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে ছুটছে ইংলিশরা। দুই ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলারের উড়ন্ত জুটিতে জয়ের পথে এগিয়ে যাচ্ছে তারা। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করেছে ইংল্যান্ড।
আজ বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ভারত। টস জিতে ভারতকে ব্যাটে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে রোহিতের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন হার্দিয়া পান্ডিয়া।
অ্যাডিলেড ওভালে এদিন ১.৪ ওভারে দলীয় ৯ রানে ক্রিস ওকসের এক্সটা বাউন্সে পরাস্ত হন ভারতের ওপেনার লোকেশ রাহুল (৫)। বল ব্যাট ছুঁয়ে চলে যায় জস বাটলারের গ্লাভসে। পাওয়ার প্লে তে ১ উইকেট হারিয়ে ৩৮ রান করে ভারত। এরপর কিছুটা প্রতিরোধের আভাস দিয়ে নবম ওভারে ফেরেন রোহিত শর্মা (২৭)। অধিনায়কের বিদায়ের পর অ্যাডিলেডে কিছুটা চাপে পড়ে ভারত।
১১.২ ওভারে আদিল রশিদের বলে ভারতের অন্যতম রান মেশিন সূর্যকুমার যাদব (১৪) আউট হলে চাপ আরও বাড়ে রোহিতদের। তবে দলকে চাপমুক্ত করতে লড়ে কোহলি-পান্ডিয়া জুটি। এ জুটির সংগ্রহ ৪০ বলে ৬১ রান। ১৮ তম ওভারে এ জুটি ভাঙেন জর্ডান। ফিরিয়ে দেন হাফ সেঞ্চুরিয়ান কোহলিকে। বিদায়ের আগে ৪০ বলে ৫০ রান করে যান কোহলি।
কোহলির বিদায়ের পরও ভারতকে চাপে পড়তে দেননি পান্ডিয়া। শেষ পর্যন্ত পান্ডিয়া ঝড়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৬৮। ৩৩ বলে ৬৩ রান করেন পান্ডিয়া।