ফিফা বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়
সব অপেক্ষার অবসান হলো। ফিফা বিশ্বকাপ ট্রফির ৫৬টি দেশ ঘোরার পথে বাংলাদেশও ট্রফি ট্যুরের সঙ্গী হলো। আজ বুধবার বেলা সোয়া ১১টার পর হজরত শাহজালাল বিনামবন্দরে বিশ্বকাপ ট্রফি নিয়ে পা রেখেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু।
চলতি বছর নভেম্বরে মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল। সময়ের হিসাবে এখনও প্রায় পাঁচ মাস বাকি। তবে, বিশ্বকাপের বছর বলে কথা। টুর্নামেন্ট শুরু হতে দেরি হলেও, এখনই ফুটবলের বৈশ্বিক আসর ঘিরে রোমাঞ্চ শুরু হয়ে গেছে।
শুরু হয়ে গেছে বিশ্বকাপের ট্রফি ট্যুরও। সে ট্যুরের অংশ হিসেবে আজ বুধবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। আর, সেটি নিয়ে এসেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু। তিনি ছাড়াও ফিফার আরো কয়েকজন কর্মকর্তা এই ট্রফির সঙ্গে এসেছেন।
আজ বিশেষ ফ্লাইটে করে বিশ্বকাপের ট্রফি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশ সফরে মোট ৩৬ ঘণ্টা থাকবে বিশ্বকাপ ট্রফি। গত ১২ মে দুবাই থেকে কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের শুরু হয়।
বিশ্বকাপের অন্যতম অফিশিয়াল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোকাকোলা। মূলত তাদের পৃষ্ঠপোষকতাতেই বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। কোকাকোলার সঙ্গে এ উদ্যোগে কাজ করছে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ট্রফি নিয়ে বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে। এর মধ্যে একটি হলো, আজই বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ ট্রফি। এরপর নেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এরপর রাতেই ট্রফি আসাকে ঘিরে আয়োজন করা হবে রাতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নৈশভোজ। যেখানে আমন্ত্রণ পাচ্ছেন বাংলাদেশের কয়েকজন নারী পোশাকশ্রমিক।
এর পরদিন আর্মি স্টেডিয়ামে সীমিতসংখ্যক ফুটবলপ্রেমীর জন্য ট্রফি প্রদর্শন করা হবে। যেখানে কোকা–কোলা একটি কনসার্টের আয়োজন করছে। এ ছাড়া স্টেডিয়ামে প্রায় ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাবেন। যেটি অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বাছাই করা হয়েছে।
এর আগে ২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি সবশেষ বাংলাদেশে আনা হয়েছিল। এর পরের আসরে রাশিয়া বিশ্বকাপের আগে ট্রফি বাংলাদেশে আসেনি। তবে ২০১৩ সালে যে ট্রফিটা এসেছিল, সেটি ছিল আসল ট্রফির রেপ্লিকা। এবার এসেছে বিশ্বকাপের আসল ট্রফি।