ফিল্ডিংয়ে পরিবর্তন আনতে যা বললেন নতুন কোচ
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। এর পর পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে স্থানীয় মিজানুর রহমান এবং রাজিন সালেহ এই দায়িত্ব সামলান। এবার শেন ম্যাকডারমটকে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৩ সাল পর্যন্ত নিয়োগ পেয়েছেন এই অস্ট্রেলীয়।
সম্প্রতি বাংলাদেশ দলের ফিল্ডিং খুব একটা ভালো হচ্ছিল না। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুটি সিরিজে একই অবস্থা ছিল। যেখানে স্বাগতিকরা নয়টি ক্যাচ ফেলেছিল। নতুন ফিল্ডিং কোচ মনে করেন, দ্রুত জিনিসগুলো পরিবর্তন হবে।
আজ মঙ্গলবার সাংবাদিকদের ম্যাকডারমট বলেন, ‘আমি শেষ চারটি টেস্ট ম্যাচে খুব বেশি ক্যাচ পড়তে দেখিনি। তবে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। যেকোনো ক্যাচই গুরুত্বপূর্ণ, প্রথম ওভার হোক বা শেষ ওভার, যেমনি যেকোনো ডিসমিসাল গুরুত্বপূর্ণ। তাই ব্যাটিং ও বোলিংয়ে পাশাপাশি ফিল্ডিংও গুরুত্বপূর্ণ।’
‘আমরা সবাই ক্যাচ ড্রপ করি এবং এটি খেলার অংশ। তবে সময়ের সাথে উন্নতি করতে হবে আমাদের। ক্যাচ ড্রপ করলে আত্মবিশ্বাস হারাতে শুরু করে খেলোয়াড়রা।’
নতুন ফিল্ডিং কোচ আরও বলেন, ‘বিশেষজ্ঞ ফিল্ডারের কোনো প্রয়োজন নেই। দরকার হলো ১১ জন ফিল্ডার সব পজিশনে ফিল্ডিং করতে পারেন কি না। এটিই দলকে বিশ্বের সেরা করে তোলে।’
বাংলাদেশ জুনের প্রথম সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিসহ দুটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে।