‘ফুটবল যাঁদের পেয়ে ধন্য, ম্যারাডোনা তাঁদেরই একজন’
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকে ভাসছে পুরো বিশ্ব। খেলোয়াড়ি জীবনে যেসব ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি, শোকপ্রকাশ করেছে তারা।
১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ম্যারাডোনা আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে খেলেছিলেন। এই কিংবদন্তির মৃত্যুতে তাঁর প্রথম ক্লাব টুইটারে লিখেছে, ‘দিয়েগো চিরন্তন। তোমাকে আমরা চিরকাল ভালোবাসব।’
১৯৯৮ থেকে ১৯৮২ ও ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দুদফায় বোকা জুনিয়র্সের হয়ে খেলেছিলেন ম্যারাডোনা। বোকা জুনিয়র্স সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় লিখেছে, ‘অনন্ত ধন্যবাদ, চিরন্তন দিয়েগো।’
১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছিলেন ম্যারাডোনা। কাতালান ক্লাবটি টুইটারে শোক প্রকাশ করে লিখেছে, ‘দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে এফসি বার্সেলোনা গভীর শোক প্রকাশ করছে। ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত আমাদের হয়ে মাঠে নামা ফুটবলার তথা বিশ্বফুটবলের একজন আদর্শ। চিরশান্তিতে থাকো। সবকিছুর জন্য ধন্যবাদ দিয়েগো।’
১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলির জার্সিতে মাঠে নেমেছিলেন ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুতে মর্মাহত নাপোলি টুইট করে, ‘সবাই অপেক্ষা করছে আমরা কী বলি তা জানার। যে যন্ত্রণা আমরা অনুভব করছি, তা প্রকাশ করার শব্দ কোথায়? এখন কাঁদার সময়। পরে শব্দ খোঁজা যাবে।’
১৯৯২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ম্যারাডোনা সেভিয়ার জার্সিতে খেলেন। লা লিগার ক্লাবটি টুইটারে লিখেছে, ‘ফুটবলবিশ্বের একজন অবিসংবাদিত নায়ক। ফুটবল খেলাটা যাঁদের পেয়ে ধন্য, তাঁদেরই এক মহান খেলোয়াড় ম্যারাডোনা। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, সেভিয়ায় তোমাকে পেয়েছি। দিয়েগো ম্যারাডোনা চিরকালীন।’
বোকা জুনিয়র্সে ফিরে যাওয়ার আগে ১৯৯৩-৯৪ মৌসুমে আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছিলেন ম্যারাডোনা। তাঁর মৃত্যুর পর ক্লাবটি টুইট করে, ‘কিছু বলার ভাষা নেই।’
গতকাল বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো ম্যারাডোনা। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।