ফের এক নম্বরে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো হিলি
বড় মঞ্চের সেরা খেলোয়াড়—তকমাটি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অ্যালিসা হিলির নামের সঙ্গে।
আসলেই তাই; এই তো তিন দিন আগে নারী বিশ্বকাপের ফাইনালে খেলেছেন রেকর্ডগড়া ইনিংস। তাঁর ব্যাটে চড়ে নিজেদের সপ্তম ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অসি নারীরা। দলকে বিশ্বকাপ জেতানো হিলি পেলেন আরেকটি সুসংবাদ। বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন হিলি।
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করেন হিলি। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১২৯ রান করেন। আর, ফাইনালে খেলেন ১৩৮ বলে ১৭০ রানের দুর্দান্ত ইনিংস, যা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। শুধু তাই নয়, ২৬ বাউন্ডারিতে সাজানো এ ইনিংসের মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেন স্যার ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের মতো কিংবদন্তিদের। এ ছাড়া মোট আসরে হিলি করেছেন মেয়েদের বিশ্বকাপের রেকর্ড ৫০৯ রান। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
এ দারুণ পারফর্ম প্রভাব ফেলল হিলির র্যাঙ্কিংয়েও। নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন এক নম্বরে হিলি। আগে শীর্ষে থাকা লরা উলভার্ট নেমে গেছেন চারে। বিশ্বকাপের রানার্সআপ দলের হয়ে ১৪৮ রানের ইনিংস খেলা ইংলিশ ব্যাটার ন্যাট সিভার উঠেছেন দুই নম্বরে। অস্ট্রেলিয়ার বেথ মুনি জায়গা করে নিয়েছেন তিনে। এ ছাড়া পাঁচে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং এবং ছয়ে অস্ট্রেলিয়ারই র্যাচেল হেইন্স।