ফ্রান্সকে বিদায় জানালেন বেনজেমা
জন্মদিনে ফ্রান্সের কাছ থেকে হয়তো বিশ্বকাপটা উপহার হিসেবে চেয়েছিলেন তিনি। হয়তো চেয়েছেন ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ ফাইনাল খেলতে। চাওয়ার সঙ্গে পাওয়ার সম্মিলন ঘটেনি। সেই অভিমানেই কি না বিশ্বকাপ ফাইনালের পর দিন ফুটবলকে বিদায় জানালেন ফরাসি তারকা করিম মোস্তফা বেনজেমা।
ফ্রান্সের জার্সিতে ৯৭ ম্যাচে ৩৭ গোল করা এই তারকা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে স্বপ্নের সময় কাটাচ্ছেন। গত মৌসুমেই জিতেছেন ব্যালন ডি’অর। বিশ্বকাপ ফাইনালে বেনজেমা খেলবেন, এমন একটা সম্ভাবনা তৈরি হলেও শেষমেশ তাকে খেলাননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
২০০৬ সালে প্রথমবার ফ্রান্স জাতীয় দলে ডাক পান বেনজেমা। ৩৭ গোল করে ফ্রান্সের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০০৮ ও ২০১২ ইউরো এবং ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা বেনজেমা ইতি টানার আগে টুইট করেন বিদায় সম্পর্কে।
টুইটারে নিজের যাত্রা সম্পর্কে এই ফরোয়ার্ড লিখেন, ‘আমি চেষ্টা করেছি। ভুল করেছি। সবকিছুর সমন্বয়ে আমি আজকের অবস্থানে এসেছি। আমি তা নিয়ে গর্বিত। আমি আমার গল্পটা লিখেছি এবং এটি শেষ হতে চলেছে।’