ফ্রান্সের ঘাম ঝরানো জয়
বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তবে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে তারা। আজ রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।
ম্যাচের ফল দেখে মনে হতেই পারে সহজেই জিতেছে ফ্রান্স। না, মোটেও তা নয়। উসমান দেম্বেলে একটি গোল করলেও অন্যটি হয়েছে আত্মঘাতী থেকে। আর পেনাল্টি থেকে একটি গোল করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে।
অবশ্য ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। ডি-বক্সের বাইরে থেকে বল পেয়ে ডান পায়ের নিচু শটে বল জালে পাঠান দেম্বেলে।
বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ হয় ফ্রান্সের। কাজাখস্তানের শেরি মালি নিজের জালে বল জড়িয়ে প্রতিপক্ষকে এগিয়ে দেন।
৫৯ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এমবাপ্পে। ৭৪ মিনিটে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি পিএসজি তারকা। ফ্রান্স আগামী বুধবার বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে।
অবশ্য এই জয়ের সুবাদে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। এর আগে প্রথম ম্যাচে ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা।