বন্ধু কাসেমিরোকে ক্রুস-মদ্রিচের আবেগী চিঠি
কাসেমিরো, লুকা মদ্রিচ ও টনি ক্রুস—রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের রক্ষক ছিলেন এই তিনজন। কিন্তু এই চিত্র সামনে থেকে আর দেখা যাবে না। কারণ রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন কাসেমিরো।
স্প্যানিশ সংবামাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে, বন্ধু কাসেমিরোর বিদায়ে আবেগী হয়ে উঠেছেন দুই সতীর্থ লুকা মদ্রিচ ও টনি ক্রুস। আবেগী চিঠিতে দুজনে মিলে বন্ধুকে বিদায় জানালেন। সেই চিঠি প্রকাশ করেছে মার্কা।
গতকাল শুক্রবার দিবাগত রাতে এক বিবৃতিতে কাসেমিরোকে নিয়ে বিদায়ের বার্তা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যানইউও বিবৃতিতে জানায়, কাসেমিরোকে উড়িয়ে আনার বিষয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে তারা ঐকমত্যে পৌঁছেছে।
কাসেমিরোকে নিয়ে লুকা মদ্রিচের চিঠি
প্রিয় কাসে,
ক্লাবের হয়ে তোমার অভিষেকের দিনটি এখনও মনে পড়ে আমার… কতটা নার্ভাস ছিলে তুমি! আমি তোমাকে বলেছিলাম শান্ত থাকতে। এখন এটা আমি ভাবি, আর দেখো, সবকিছু কীভাবে এগিয়েছে, কত কিছু অর্জন করেছো তুমি! আমারও সেটি ছিল ক্লাবে প্রথম মৌসুম এবং আমরা কেউই কল্পনা করতে পারিনি, ফুটবল আমাদের জন্য কী জমিয়ে রেখেছে। সত্যিকারের এক নেতা হয়ে উঠেছো তুমি। সতীর্থদের জন্য ও মাদ্রিদিসমোর জন্য তুমি উজাড় করে দিয়েছা নিজেকে। আমরা তোমাকে সবসময় মনে রাখব।
একসঙ্গে অনেক কিছু জিতেছি আমরা। তবে যে মুহূর্তগুলি কেউ দেখে না, সেসবই আমি হৃদয়ে লালন করব। অনুশীলন মাঠে প্রতিদিনের কাজ, তোমার কৌতুকগুলি… কারণ তুমি সবসময়ই খুব ফুরফুরে মেজাজে থাকতে, এমনকি টেনশনের সময় এবং কখনও ভুল হলেও।
তোমার সঙ্গে হাসি-মজার মুহূর্তগুলো আমাকে প্রশান্তি জুগিয়েছে। তোমার দিকে তাকালেই জানতাম, ভালো কিছু হবেই। দুনিয়ার সেরা সঙ্গী তুমি।
তোমাকে অনেক মিস করব, তবে শুভ কামনাও জানাই। তোমার মতো একজন পেশাদার ও ব্যক্তিত্বের জন্য এমন কিছুই প্রাপ্য। সবকিছুর জন্যই ধন্যবাদ এবং শুভ কামনা, বন্ধু আমার!
কাসোমিরোকে টনি ক্রুসের চিঠি
প্রিয় কাসে তোমার সঙ্গে, অস্থির না হয়ে থাকা ছিল যায় না। সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক। এমনকি টার্কিশ বাথ নেওয়ার সময়ও তুমি আমাদেরকে স্বস্তি দিতে না। সেখানে তোমার সঙ্গে দেখা হওয়া মানে আরেক যন্ত্রণা; দেখা গেল যে তুমি কাউকে যেতে বলেছ, গিয়ে দেখল তুমি ততক্ষণে বাইক ও ভারত্তোলনের সরঞ্জাম প্রস্তুত করে রেখেছো! তোমার নতুন সতীর্থদের জন্য সতর্কতা, তাদের এটা জানা থাকা ভালো। কারণ, তোমার সঙ্গে টার্কিশ বাথও জিমের কসরত হয়ে যায় এবং কেবল ‘সিট-আপ’ দেওয়ার সময়ই তুমি কাউকে বসার সুযোগ দেবে!
আমি তোমাকে মিস করব। উদাহরণ হওয়ার মতো আদর্শ এক পেশাদার তুমি, শীর্ষ পর্যায়ের এক ফুটবলার। এমন এক যোদ্ধা, তুমি আমাকে বাঁচিয়েছো অনেক কিছু থেকে… তবে সবকিছু ছাপিয়ে, তুমি ভালো একজন মানুষ। একসঙ্গে আমরা ইতিহাস গড়েছি। আহ, কী অসাধারণ সময়!
এখন আমাদের খেলা জগতের পথটা আলাদা হয়ে গেল, তবে বন্ধুত্ব অটুট থাকবে। আমি তোমাকে নিশ্চিত করতে পারি তা। তোমার সাফল্য কামনা করি, দেখা হবে শিগগির।
শুভ কামনা রইল।
- তোমার টনি।