বাংলাদেশকে নিয়ে যা বললেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা
ফুটবল পাগল দেশ বাংলাদেশ। এদেশে ফুটবল মানেই যেন আনন্দ-উৎসবের নাম। বিশ্বকাপে নিজের দল না থাকলেও সমর্থনে এতটুকু পিছিয়ে থাকে না লাল-সবুজের দেশ। কাতার বিশ্বকাপের সময় ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার জন্য বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টাইরা।
আর্জেন্টিনার মানুষের কাছে বাংলাদেশ এখন একটি পরিচিত নাম, ভালোবাসার নাম। কাতার বিশ্বকাপের সময় মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার কথা পৌঁছে গেছে বিশ্বকাপজয়ী দেশটির ফুটবলারদের কাছেও। কাতার বিশ্বকাপ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় দেখানো হয়েছে খেলা। বাংলাদেশের মানুষের এ সমর্থনের কথা ঢালাওভাবে প্রচারিত হয়েছে আর্জেন্টাইন গণমাধ্যমে।
বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আর এবার বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীদের অকুন্ঠ সমর্থনে মুগ্ধ হন আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
এক ভিডিও বার্তায় বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থনের জন্য ধন্যবাদ জানালেন বাংলাদেশকে। ধন্যবাদ জানাতে গিয়ে ভারতের নামটিও মুখে এনেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার, ‘আমি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হ্যালো বাংলাদেশ এবং ভারত। সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’
কাতারের মাটিতে ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা জেতার মধ্য দিয়ে দলটির ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়। ফুটবলের মহাযজ্ঞের সবশেষ আসরে মেসি ছিলেন আপন মহিমায় উজ্জ্বল। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দেন তিনি।