বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিতে যাচ্ছে দ. আফ্রিকা
দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সে ধাক্কাটা প্রোটিয়ারা সামলে নিয়েছে অবশ্য দ্রুতই। এরপর সময় যত গড়িয়েছে, ততই বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে টেম্বা বাভুমার দল।
শুরুতেই অধিনায়ক টেম্বা বাভুমাকে তুলে নেয় বাংলাদেশ। তারপরও দক্ষিণ আফ্রিকার রানের গতি থামাতে পারেনি। রাইলি রুশো আর কুইন্টন ডি কক রীতিমত ঝড় বইয়ে দিয়েছেন তাসকিন-মিরাজদের ওপর দিয়ে।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২ ওভারে ১২৯। আর তারা হারিয়েছে মাত্র ১ ওইকেট। এদিকে রাইলি রুশো আর কুইন্টন ডি কক দুজনেই ফিফটি তুলে নিয়েছেন।