বাংলাদেশকে হতাশ করে আবিদ আলীর সেঞ্চুরি
সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিলেন আবিদ আলী। আলোকস্বল্পতায় কাল আর শতকের দেখা পাননি। সেঞ্চুরি থেকে মাত্র সাত রান দূরে থেকে দিন শেষ করেছিলেন তিনি। তবে, আজ রোববার ব্যাট করতে নেমে অপেক্ষা বাড়ালেন না আবিদ। দিনের শুরুতে পাকিস্তান দুই উইকেট হারালেও আবিদ ঠিকই পৌঁছে গেছেন নিজের লক্ষ্যে। বাংলাদেশের বিপক্ষে তুলে নিয়েছেন সেঞ্চুরি।
গতকাল শনিবার প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখাচ্ছে পাকিস্তান। দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের দারুণ ব্যাটিংয়ে ভালো জুটি গড়ে বাবর আজমের দল।
আজ দিনের শুরুতে বাংলাদেশি বোলারদের হতাশ করে ২০৯ বলে নিজের ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন আবিদ। বাংলাদেশি স্পিনার তাইজুলের বলে দুই রান নিয়ে শতক স্পর্শ করেন আবিদ। সেঞ্চুরি করতে তিনি হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি ও দুটি ছক্কা।
তবে আবিদ সেঞ্চুরি করলেও, দিনের শুরুতেই ফিরে গেছেন অভিষিক্ত শফিক। ৫২ রানে দিন শুরু করা শফিক স্কোরবোর্ডে আর রান যোগ করতে পারলেন না। তাঁকে ফিরিয়ে দিয়েছেন তাইজুলই। শফিকের পর আজহারকেও সাজঘরে পাঠিয়েছেন তাইজুল।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৩০ রান করে থেমেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বাধিক ১১৪ রান করেছেন লিটন। মুশফিকুর রহিম করেছেন ৯১ রান।