বাংলাদেশকে ৮ বছর আগের স্মৃতি মনে করালেন মায়ার্স
চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেকে রূপকথা লিখলেন কাইল মায়ার্স। টেস্টে নিজের প্রথম ম্যাচেই করলেন সেঞ্চুরি। সেটাও আবার চতুর্থ ইনিংসে। সেঞ্চুরি নেওয়ার ধরনটাও ছিল রাজসিক। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের করা বল স্লিপ দিয়ে সিমানার বাইরে পাঠিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান মায়ার্স। ৯৯ থেকে ১০৩ রানে পৌঁছান মায়ার্স। সঙ্গে হয়ে যায় ইতিহাস।
টেস্ট ক্রিকেটে ইতিহাসের অষ্টম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করলেন মায়ার্স। এই সেঞ্চুরির মধ্যে দিয়ে বাংলাদেশকে আট বছর আগের স্মৃতি মনে করালেন তিনি। কারণ সর্বশেষ ২০১২ সালের নভেম্বরে এই ইতিহাস গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। ওই ম্যাচের চতুর্থ ইনিংসে ১১০ রান করেছিলেন দু প্লেসি।
এর আগে ১৯৫৯ সালে প্রথম একই রেকর্ড গড়েন ভারতের আব্বাস আলি বেগ। ওই ম্যাচে ১১২ রান করেন তিনি। অবশ্য একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন আব্বাসেরই আরেক সতীর্থ পলি উমরিগার। বাকিরা হলেন—ফ্রাঙ্ক হেইস (ইংল্যান্ড), লেন বাইচান (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), ইয়াসির হামিদ (পাকিস্তান) ও ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ)।
কাইল মায়ার্সের সঙ্গে ম্যাচটিতে দাপট দেখিয়েছেন তাঁরই সতীর্থ বোনার। তিনি করেছেন ৮৬ রান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারি ও এক ছক্কায়। তবে বোনার ফিরলেও এখনো দাপট দেখিয়ে যাচ্ছেন মায়ার্স। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২১ রানে অপরাজিত ছিলেন তিনি।