বাংলাদেশের আবেগ নিয়ে খেলছে আইপিএল?
বাংলাদেশের ক্রিকেটপ্রেম নিয়ে খেলছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো? এই প্রশ্নটিই এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত-সমর্থকদের মানে। কারণ লিটন-মুস্তাফিজদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মানেই লাইক, কমেন্ট, আর শেয়ারের বন্যা। যা দিনশেষে পকেট ভারী করছে আইপিএলের দলগুলোর। বাড়তে থাকে ফ্যান-ফলোয়ারের সংখ্যা।
আইপিএলের দুই দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ দেখলে আপনার মনে হতে পারে, লিটন-মুস্তাফিজ দল দুটির সবচেয়ে বড় তারকা। তবে বাস্তবতার মধ্যে যেন আকাশ-পাতাল তফাৎ। ক্রিকেটারদের জন্মদিনসহ অন্যান্য উপলক্ষে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের নিয়ে পোস্ট করতে ভোলেন না। এত এত প্রচারণার পরও একাদশে সুযোগ পাননা বাংলাদেশের ক্রিকেটাররা। থাকতে হয় ম্যাচের পর ম্যাচ সাইড বেঞ্চে বসেই।
মাঠে নয় ফেসবুকেই বেশিরভাগ সময় সীমাবদ্ধ থাকতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের। অতীত অভিজ্ঞতা অন্তত তাই বলে। কারণ সাকিবের মতো বিশ্বসেরা তারকাকেও না খেলিয়ে বসিয়ে রেখেছিল হায়দরাবাদ-কলকাতার মতো ফ্র্যাঞ্চাইজিগুলো।
আর আইপিএলের দলগুলোর এমন কর্মকাণ্ডে হতাশ বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) প্রিমিয়ার লিগে ম্যাচশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভাবনা জানান মাশরাফী।
আইপিএল ইস্যুতে মাশরাফী বলেন, ‘আইপিএলে লিটন খেলতে গেছে এটা খুবই ভালো ব্যাপার। তবে আপনি যদি দেখেন, আমাদের মুস্তাফিজকে চাটার্ড ফ্লাইকে নিয়ে খেলালো না। প্রাধান্য দেওয়ার একটা বিষয় আছে। আমরা অবশ্যই চাইব আমাদের প্লেয়ারদের সেইরকম প্রাধন্য দেওয়া হোক, কারণ আমাদের প্লেয়ারদের সামর্থ্য রয়েছে। তবে তা তো কখনোই হয়না, তাই ওটা (আইপিএল) নিয়ে মাথাব্যাথার কিছু নেই। আমাদের প্রাধান্য তাই বাংলাদেশ দল।’
আইপিএলের দলগুলো কি বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি আবেগকে কাজে লাগাচ্ছে? এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন,‘এখানে অনেক বিষয় আছে সোশ্যাল মিডিয়ার। আর আমরা বিষয়গুলো নিয়ে খুব এক্সসাইটেড হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যানবেজ আচে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে।’
অবশ্য লিটন-মুস্তাফিজকে দলে নিলেও খুব বেশি সুযোগ তারা পাবে না, সেই শঙ্কার কথা আগেই জানিয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি গণমাধ্যমে পাপন বলেন, ‘আমি একটা কথা বলেছিলাম আপনাদের। খেলাবে তো? না খেলে ওখানে গিয়ে বসে থাকা, এর চেয়ে দেশের জন্য খেলাটা কি ভালো না?’।
এর আগে অতীতে সাকিব-লিটনদের মতো আইপিএলে উপেক্ষিত ছিলেন মাশরাফী, আশরাফুল ও রাজ্জাকের মতো সাবেক ক্রিকেটাররা। এক ম্যাচ খেলেই শেষ হয় তাদের আইপিএল ক্যারিয়ার। অথচ ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হয়েও অনেক দেশের ক্রিকেটারই নিয়মিত আইপিএলে খেলেছেন। বাংলাদেশ বলেই হয়তো এত উপেক্ষা, এত অবহেলা।