বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
লড়াই করেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তবে দুই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নদের টি-২০ সিরিজে হারিয়ে সেই প্রতিশোধ নিতে ভুল করেনি সাকিবের দল। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করলো ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়। আর বাংলাদেশের এমন জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জয়ের স্বাদ পাওয়া বাকি ছিল বাংলাদেশের। এবার সেই অপেক্ষাও শেষ হলো। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল সাকিব আল হাসানের দল।
ম্যাচ জয়ের মূল নায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে জায়গা পেয়ে মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও রেখেছেন অবদান। তাই ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মিরাজের হাতে। সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের সামনে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুযোগ। সেই লক্ষ্যে আগামী ১৪ মার্চ অতিথিদের মুখোমুখি হবে লাল-সবুজের দল।