বাংলাদেশের জিম্বাবুয়ে পরীক্ষা আজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ রোববার মাঠে নামবে বাংলাদেশ। ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হারে সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ দল। মুদ্রার অন্য পিঠে প্রশংসায় ভাসছে জিম্বাবুয়ে। অল্প পুঁজি নিয়ে পাকিস্তানকে এক রানে হারিয়ে বিশ্বকাপে ছন্দ ধরে রেখেছে তারা।
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা কাছে হারে বাংলাদেশ। ব্যাটিং বোলিং দুই বিভাগেই চরমভাবে ব্যর্থ দল। ব্যর্থ অধিনায়ক সাকিব আল হাসান নিজেও। গত ম্যাচে পরাজয়ের পর বিরক্ত হয়েই বলেছেন, রোজ রোজ আর উন্নতির কথা বলতে ভালো লাগে না।
অপরদিকে জিম্বাবুয়ে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে উল্টো সুর দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামের কণ্ঠে। শ্রীরাম বলেন, ‘আমার মনে হয় দলের ভীতটা তৈরি হয়েছে। এখন হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পালা। খেলোয়াড়রা জানেন, তাদের অবস্থান কোথায়, কোথায় যেতে হবে এবং কতটা উন্নতি করতে হবে।’
বাংলাদেশ দলে আসতে পারে একটি পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিচ বিবেচনায় মেহেদী হাসান মিরাজকে খেলানো হলেও সুবিধা করতে পারেননি ব্যাট বা বল হাতে। তার বদলে প্রথম ম্যাচের পর আবারও একাদশে দেখে যেতে পারে পেসার হাসান মাহমুদকে।
কাল উন্নতি করতে না পারলে জিম্বাবুয়ে ঘটাতে পারে আরেকটি অঘটন। কারণ মাঠ ও মাঠের বাইরের বিষয় নিয়ে একদিকে ভঙ্গুর বাংলাদেশ, অন্যদিকে স্বপ্নের বিশ্বকাপ পার করছে জিম্বাবুয়ে। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে দুই ম্যাচে এখনও হারের মুখ দেখেনি তারা। সিকান্দার রাজা আছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে তাঁর অন্যতম সেরা সময়ে। ব্যাট বল দুই বিভাগেই দলের প্রাণভোমরা তিনি। টাইগার ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে প্রস্তুত পেসার ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্সরা।
ক্রিকেটে জিম্বাবুয়ে পরাশক্তি নয়৷বাংলাদেশও নয়। তবে, বিশ্বকাপে ওসব পরিসংখ্যানের ধার ধারে না কেউ। মাঠে নামো, প্রতিপক্ষকে কুপোকাত করো। সেজন্য যতটুকু মনোবল প্রয়োজন, আজকের ম্যাচের আগে সবই আছে জিম্বাবুয়ের কাছে। যেখানে বাংলাদেশ জর্জর নানান সমালোচনায়। দেখার পালা, বাংলাদেশ কেমন করে!
সম্ভাব্য একাদশ (বাংলাদেশ) : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
সম্ভাব্য একাদশ (জিম্বাবুয়ে) : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, মিল্টন শাম্বা, শিন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।