বাংলাদেশের পর নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দেয়নি পাকিস্তান। বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডকেও উড়িয়ে দিল পাকিস্তান। হারিস রউফ-ওয়াসিমদের দুর্দান্ত বোলিংয়ের পর বাবর আজমের চমৎকার ইনিংসে কিউইদের হেসেখেলে হারাল পাকিস্তান।
আজ শনিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে এই নিয়ে টানা দুই ম্যাচে জিতল পাকিস্তান। এর আগে গতকাল বাংলাদেশকে ২১ রানে হারিয়েছিল বাবর আজমের দল।
পাকিস্তানের বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১৪৭ রান তোলে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ডেভন কনওয়ে।
এ ছাড়া মার্ক চ্যাপম্যান ৩২ ও কেন উইলিয়ামসন ৩১ রান করেন। বাকিরা তেমন ব্যাট হাতে থিতু হতে পারেননি। ১০-এর ঘরও পার হতে পারেননি জিমি নিশাম, ইশ শোধি, মিচেল ব্রেসওয়েলরা।
বল হাতে পাকিস্তানের হারিস রউফ ২৮ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। সমান দুটি করে নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজ। একটি নিয়েছেন ধানি।
জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। ৭৯ রানের দারুণ ইনিংসে পাকিস্তানের জয়ের নায়ক হয়েছেন বাবর আজম। মাত্র ৫৩ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১১ বাউন্ডারি দিয়ে। এ ছাড়া ৩৪ রান করেছেন শাদাব খান। ১৬ রান এসেছে নেওয়াজের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৪৭/৮ (কনওয়ে ৩৬, অ্যালেন ১৩,উইলিয়ামসন ৩১, ব্রাসওয়েল ০, চ্যাপম্যান ৩২, শোধি ২, নিশাম ৫, ফিলিপস ১৮, বোল্ট ২, সাউদি ১ ; ওয়াসিম ২০/২, রউফ ২৮/৩, ধানি ২২/১, নেওয়াজ ৪৪/২)।
পাকিস্তান : ১৮.২ ওভারে ১৪৯/৪ (রিজওয়ান ৪, বাবর ৭৯, শাদাব ৩৪, নেওয়াজ ১৬, হায়দার ১০, মাসুদ ০; বোল্ট ৪-০-২২-১, সাউদি ৪-০-২৪-১, নিশাম ৩-০-২২-০, টিকনার ৪-০-৪২-০)।
ফল : ৬ উইকেটে জয়ী পাকিস্তান।