বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের দল ঘোষণা
আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে লড়বে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের। বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
এই সময়ে আয়ারল্যান্ডে বৃষ্টির আশঙ্কা থাকায় সিরিজটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানেই সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই সিরিজের তিনটি ম্যাচেই জিততে হবে আইরিশদের। যদি জিততে পারে তাহলেই ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা টিকে থাকবে আইরিশদের।
এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। দলে ফিরেছেন দুই পেসার জশ লিটল ও ক্রেইগ ইয়াং। আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন টম মায়েস, ম্যাথু হামফ্রেজ ও বেন হোয়াইট।
আগামী ৯ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে। এই সিরিজটি আইরিশদের জন্য গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের ক্ষেত্রে কোনো বিপদ নেই। কারণ এরই মধ্যে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে।
আয়ারল্যান্ড ওয়ানডে দল : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।