বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা
নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে লড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ঘরের মাঠে এই সিরিজের শুধু টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই পেসার টেন্ডাই চাটারা ও ব্লেসিং মুজারাবানিকে পাচ্ছে না জিম্বাবুয়ে। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় তাঁরা খেলতে পারছেন না।
এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা স্কোয়াডের সবাই জায়গা ধরে রেখেছেন এই সিরিজে।
আগামীকাল শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। পরদিন দ্বিতীয় ম্যাচ হবে এবং মঙ্গলবার হবে তৃতীয় ম্যাচ।
এরপর ওডিআই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিলন্টন শুম্বা, শন উইলিয়ামস।