বাংলাদেশের বিপক্ষে স্পিন পরীক্ষার অপেক্ষায় আয়ারল্যান্ড
ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের বড় শক্তি স্পিন উইকেট। কন্ডিশনের সুযোগ বলতে এটাই বেশি কাজে লাগায় বাংলাদেশ। যে কোনো দলই বাংলাদেশ সফরে আসলে স্পিন পরীক্ষার মুখোমুখি হয়। সেই পর্যবেক্ষণ থেকে
আয়ারল্যান্ড জানিয়েছে, স্বাগতিক দলের বিপক্ষে স্পিন পরীক্ষা দিতে তারা প্রস্তুত। নিজেদের ছন্দ ধরে রেখে বাংলাদেশে ভালো করতে মুখিয়ে আছে সফরকারীরা।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন আইরিশ অলরাউন্ডার হ্যারি টেক্টর। তবে ওয়ানডে সিরিজ সিলেটে শুরু হবে বলেই বেশি আশাবাদী আয়ারল্যান্ড তারকা।
হ্যারি টেক্টর বলেছেন, 'দেখুন ইংল্যান্ড-বাংলাদেশের শেষ সিরিজে আন্তর্জাতিক পার স্কোরের চেয়ে একটু কম রান হয়েছে। কিন্তু আমার মনে হয় সিলেটে গড়ে ৩০০ রানের বেশি হয়। কাজেই প্রত্যাশা করা যায় ব্যাটিং উইকেট হবে। ভালো ক্রিকেটিং উইকেট। হয়ত কিছুটা স্পিনও করবে, যেমনটা হয় বাংলাদেশে। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে। স্পিন হতেই পারে, আবার নাও হতে পারে। কঠিন উইকেট হতে পারে আবার ভালো উইকেট হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।'
এরপর আইরিশ তারকা বলেন, 'খুব ভালো লড়াই প্রত্যাশা করি। আমার মনে হয় বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। তারা বড় দলগুলোকে হারাচ্ছে, বিশেষ করে ঘরের মাঠে। তাদের ঘরের মাঠে তারা দুর্দান্ত। এখান থেকে ফল বের করা তাই বেশ চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। আমরা যদি ভালো খেলি যেভাবে আমরা পারি। আমরা অবশ্যই ফল পাব। এখানে আগেও দুইবার আমরা খেলেছি। কাজেই কেমন হতে পারে সব ধারনা আছে। কিন্তু দুনিয়ার এই প্রান্তে খেলতে এলে স্পিনের বিপক্ষে পরীক্ষা দিতে হবে।'