বাংলাদেশে ‘ফুটবল একাডেমি’ করবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট
আর্জেন্টাইন ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা এখন আর কারও অজানা নয়। কাতার বিশ্বকাপকে ঘিরে বাঙালির উদ্দীপনা ও উন্মাদনার যথার্থ মূল্য দিয়েছে লিওনেল মেসি, ডি মারিয়ারা। দুই দেশের ভালোবাসায় ভর করে বাংলাদেশে গড়ে উঠেছে আর্জেন্টাইন দূতাবাস। এবার আরও বড় সুখবর বাংলার ফুটবলপ্রেমীদের জন্য। বিখ্যাত আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট বাংলাদেশে গড়ে তুলতে চায় নিজেদের ফুটবল একাডেমি।
বাংলাদেশের নামকরা ক্লাব বসুন্ধরা কিংসকে এই প্রস্তাব দিয়েছে রিভার প্লেট কর্তৃপক্ষ। সব ঠিকঠাক থাকলে সুদূর ভবিষ্যতেই বাংলাদেশ পেতে যাচ্ছে লাতিন ঘরানার ফুটবলের ছোঁয়া।
গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন রিভার প্লেটের কর্মকর্তারা। দেশের বড় বড় ক্লাবগুলো পরিদর্শন শেষে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে একাডেমি গঠনের প্রস্তাব দিয়েছে বসুন্ধরা কিংসকে। এই বিষয়ে কিংসের সভাপতি ইমরুল হাসান এনটিভিকে বলেন, ‘আমরা তাদের কাছ থেকে যে প্রস্তাবটা পেয়েছি, তা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারব। যদি এটি সম্ভব হয় তাহলে এদেশের ফুটবলের জন্য ভালো কিছু একটা হবে। তারা সুযোগ সুবিধা ও ভালো মানের বিদেশি কোচিং স্টাফ দেবে।’
একই সুরে কথা বললেন কোচ ও ফুটবল বিশ্লেষক জুলফিকার মাহমুদ মিন্টু। এনটিভিকে তিনি জানান, ‘আমি মনে করি কিংস ও দেশের ফুটবলের জন্য এটি বিশাল এক ব্যাপার। ফুটবলের জন্য ইতিবাচক কিছু হবে। যদি লাতিন বা ইউরোপিয়ান একাডেমিগুলোর দিকে তাকাই দেখবেন ওখানে খেলার সঙ্গে শিক্ষাটাও জড়িত। তারা উন্নতির জন্য নির্দিষ্ট একটা পথ ধরে এগোয়। সেখানে ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল উভয় ব্যাপারই আছে।’
যদি বাংলাদেশে তৈরি হয় একাডেমিটি, সেক্ষেত্রে কোচিং স্টাফ হবে বিদেশি। ৬ থেকে ১৮ বছর বয়সী ফুটবলারদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। গড়ে তোলা হবে পরিপূর্ণ ও শিক্ষিত ফুটবলার হিসেবে। যা বদলে দেবে বাংলাদেশের ফুটবলের চেহারা। এই একাডেমি হলে লাল-সবুজের ফুটবলাররা এগিয়ে যাবেন অনেক দূর।
দেশের ফুটবলের দুই বড় ক্লাব আবাহনী ও মোহামেডান যা পারেনি, সেটি অল্প কবছরেই করে দেখিয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশে রিভার প্লেটের একাডেমি হওয়াটা কেবল দেশের ফুটবলের জন্যই নয়, বড় ঘটনা পুরো দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে।