বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকেট মিলবে অনলাইনে
সরাসরি টিকেট কেনা নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে ক্রিকেট ভক্তদের। কালোবাজারিদের দাপটে টিকেট পেতেও বেশ হিমসিম খেতে হয়েছিল। অবশেষে ভক্তদের কথা চিন্তা করে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এবার অনলাইনেই বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আজ বুধবার (১৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি জানিয়েছেন, বিসিবির ওয়েবসাট—টাইগার ক্রিকেট ডটকমে পাওয়া যাবে আসন্ন সিরিজের টিকেট।
তানভীর আহমেদ বলেন, ‘আমি খুশিমনে ঘোষণা করছি, মাত্রই আমরা জানতে পারলাম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই অনলাইনে টিকেট পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইট থেকেই টিকেট সংগ্রহ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।’
এমনিতে ম্যাচ শুরুর একদিন আগে টিকেট ছাড়ে বিসিবি। সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে লাইনে দাঁড়িয়ে কাটতে হয় সেই টিকেট। কিন্তু বুথ থিকে সাধারণ দর্শকরা টিকেট পেতে ব্যর্থ হন। কারণ বেশিরভাগ টিকেটই চলে যায় কালো বাজারিদের হাতে। এবার সেই বিড়ম্বনা থেকে কিছুটা হলেও রক্ষা পাবে দর্শকরা।
ঘরের মাঠে আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে দুদলের মধ্যকার লড়াই। বাকি দুই ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে মাঠে গড়াবে দুপুর ২টায়। আর শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।
ওয়ানডে লড়াই শেষে দুদল চলে যাবে চট্টগ্রামে। যেখানে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। আর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদল ফিরে আসবে ঢাকায়। আগামী ৪-৮ এপ্রিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।