বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ইংল্যান্ড সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই সাকিব-তামিমদের। ব্যস্ত হয়ে পড়তে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলায়। আর এই সিরিজকে সামনে রেখে সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সূচি অনুযায়ী আগামীকাল রোববার (১২ মার্চ) সকালে ঢাকায় পা রাখবে আইরিশরা। এরপরই সরাসরি চলে যাবে সিলেটে। সবমিলিয়ে ৫ দিন অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। এরপর আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে দুদলের মধ্যকার লড়াই। বাকি দুই ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে মাঠে গড়াবে দুপুর ২টায়। আর শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।
ওয়ানডে লড়াই শেষে দুদল চলে যাবে চট্টগ্রামে। যেখানে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। আর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদল ফিরে আসবে ঢাকায়। আগামী ৪-৮ এপ্রিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট শেষের পরের দিনই বাংলাদেশ ছাড়বে সফরকারী আয়ারল্যান্ড।