বাংলাদেশ একাদশে চমক থাকতে পারে
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াইয়ে নামছে বাংলাদেশ দল। আজ শনিবার হারারেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ, তা নিয়ে জোর আলোচনা চলছে।
ইএসপিএনক্রিকইনফোর বিশ্লেষণে দেখা গেছে, এই ম্যাচের বাংলাদেশ একাদশে চমক থাকতে পারে। অভিষেক হতে পারে তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনের। তরুণ এই ব্যাটারের টি-টোয়েন্টি রেকর্ড বেশ ভালো।
বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে কোনো ফরম্যাটেই কোনো ম্যাচ খেলেননি ইমন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫টি, ২০ টি লিস্ট এ ম্যাচ ও ২৫টি টি-টোয়েন্টি। ঘরোয়া টি-টোয়েন্টিতে তাঁর একটি সেঞ্চুরি রয়েছে।
এছাড়া এনামুল হক বিজয় এই সিরিজের প্রথম একাদশে ফিরতে পারেন। দলে আর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকার সম্ভাবনা বেশি।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ : লিটন দাস, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
সম্ভাব্য জিম্বাবুয়ে একাদশ : রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, টনি মুনিওঙ্গা, লুক জংওয়ে, মাস ওয়েলিংটন ও রিচার্ড নাগারভা।