বাংলাদেশ ক্রিকেটের আগামীর তারকা শান্ত : নাসের হুসেইন
বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সেরা পারফর্মারদের একজন নাজমুল হোসেন শান্ত। একসময় সমালোচনায় জর্জরিত এই ক্রিকেটার এখন দলের ভরসার পাত্র হয়ে উঠছেন। প্রতি ম্যাচেই ব্যাট হাতে দিচ্ছেন আস্থার প্রতিদান। নাজমুল হোসেন শান্তর এমন ধারাবাহিক ব্যাটিংয়ে মুগ্ধ সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।
গতকাল রোববার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তর ব্যাটিং প্রসঙ্গে নাসের বলেন, ‘বাংলাদেশ খুব সুন্দর খেলেছে। তারা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে, যা মাঠে তাদের দুর্দান্ত পারফরম্যান্সেরই ফল। শান্ত বড় তারকা হতে চলেছেন। এরকম আরও বেশ কয়েকজন ক্রিকেটার প্রয়োজন বাংলাদেশের। তাদের জন্য এটি বড় জয়।’
শান্তর প্রশংসার করলেও অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে নাখোশ সাবেক এই ইংলিশ ক্রিকেটার। বাটলারের সমালোচনা করে তিনি বলেন, ‘ইংল্যান্ড মাঠ এবং মাঠের বাইরে তাদের সেরাটা খেলতে পারেনি। এমনকি বাটলারও তার সেরাটা দিতে পারেননি। তার উচিত ছিল ওপেনিংয়ে ব্যাটে নামা। এছাড়া ফিল্ডার সেট করা এবং বোলার ঠিক করার জন্য তাকে অন্য কাউকে জিজ্ঞেস করতে হয়েছে। ম্যাচের ১৯তম ওভারে এসে তার এই দ্বিধান্বিত মনোভাব বড় রিস্ক, অনেক বড় রিস্ক। এরপর কোনো ওভার না করা বোলার ক্রিস জর্ডানকে দিয়েই ওই ওভার করানো হল।’
অবশ্য স্পিনার আদিল রশিদের প্রশংসা করে নাসের হুসেইন জানিয়েছেন, ‘রশিদ ভালো বল করেছে। মাঝেমধ্যে উপমহাদেশের খেলায় সে নির্দিষ্ট গতিতে বল করে। তবে আমার মনে হয়, তাদের আরেকটু আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। সবচেয়ে ভালো স্পিনার দিয়ে আরও বেশি আক্রমণ চালানো উচিত ছিল।’