বাংলাদেশ টেস্ট দলে জাকির হাসানের অভিষেক
বাংলাদেশ দলে ১০১তম টেস্ট খেলোয়াড় হিসেবে জাকির হাসানের অভিষেক হয়েছে। দলীয় অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচ শুরুর আগে এই বামহাতি ব্যাটসম্যানকে অভিষেক টুপি পরিয়ে দেন। চোটের কারণে ছিটকে যাওয়া তামিম ইকবালের বদলে দলে ডাক পেয়েছিলেন জাকির হাসান।
আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়ায়। এ দিন টস জিতে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বাংলাদেশ দলে অভিষেক হওয়া জাকির হাসান ব্যাটের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। তাছাড়া বিপিএলে চট্টগ্রাম, খুলনা ও রংপুরের হয়েও খেলেছেন।
এদিকে চট্টগ্রাম টেস্টে দলে ফিরেছেন ইয়াসির আলী। তবে দলে জায়গা হয়নি আগের অধিনায়ক মুমিনুল হকের। ফর্মহীনতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ফর্মে ফেরার চেষ্টা করছেন, কিন্তু নিজেকে খুঁজে পাচ্ছেন না। এ কারণে দলেও ফেরা হচ্ছে না। ভারত সিরিজে মূল স্কোয়াডে রাখা হয়েছে মুমিনুল হককে।
চট্টগ্রামের পরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ২২ ডিসেম্বর।