বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড ক্রিকেটার করোনায় আক্রান্ত
নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসেছে আজ মঙ্গলবার। অবশ্য চার দিন আগেই ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলে কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন ঢাকায় আসেন। অবশ্য ফিন অ্যালেন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। এর আগে আসা দুই ক্রিকেটারকে তিন দিন আইসোলেশনে থাকতে হয়েছে। তিন দিন পর করোনা পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় অনুশীলনের অনুমতি দেওয়া হয় তাঁদের।
কিন্তু আজ মঙ্গলবার দুপুরে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ফিন অ্যালেন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিয়মিত যোগাযোগ রাখছেন নিউজিল্যান্ডের চিকিৎসক দলের সঙ্গে।
নিউজিল্যান্ড দলের ম্যানেজার মাইক স্যান্ডলে বলেন, ‘ফিন ভালো আছেন। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আশা করছি দ্রুত রোগ থেকে মুক্তি পাবেন তিনি।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে। বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।